ছড়া-কবিতা:: মোরগের ব‍্যথা - শ‍্যামাচরণ কর্মকার


মোরগের ব‍্যথা
শ‍্যামাচরণ কর্মকার

সকালবেলায় একটা মোরগ কী এক ভেবে মনে
শুকনো মুখে আছে বসে একলা ঘরের কোণে।
মোরগটা খুব হাসিখুশি ছটফটে সে খুব
সকাল হলেই কঁকর-কঁকর ডাকেতে দেয় ডুব।

আজ দেখি সে অন‍্যরকম, ডাক নেই তার গলায়
ঝিমিয়ে আছে, ছটফটানি নেই তো চলায়বলায়।
হঠাৎ একটা মুরগি তাকে বলল, ‘ব‍্যাপার কী তোর?
বুঝতে পারছি একটা কিছু ঘটছে মনের ভিতর।

ভাবিসটা কী? মনটা খারাপ? কিন্তু কেন সই?
আজকে এমন মনমরা তুই? নেই কোনো হইচই?
মোরগ বলে, ‘মন ভালো নেই, হয় না রাতে ঘুম
চতুর্দিকে চলছে এখন পিকনিকেরই ধুম।

কবে আছি, কবে যে নেই অস্থির তাই ভেবে
জবাই হলে ছানাগুলোর দায়িত্ব কে নেবে?
মুরগি বলে, ‘তাই তো বটে, বিষয়টা তো ভাবার
হয়তো এখন বেঁচে আছি কালই হব সাবাড়

মুরগি-মোরগ দু'টির মনেই মনখারাপের সুর
ওদের ব‍্যথা কেউ বোঝে না বুকজুড়ে ভাঙচুর!
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment