ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের ম্যাজিক পেনসিল বিভাগে সুন্দর একটি ছড়া পাঠিয়েছে প্রবাহনীল দাস, আর ছোট্ট সমৃদ্ধি এঁকে পাঠিয়েছে দুর্দান্ত এক ছবি। চলো দেখে নেওয়া যাক সে সব।
।। ১ ।। ছড়া - প্রবাহনীল দাস
সপ্তম শ্রেণি, স্কুল - বিদ্যাসাগর শিশু নিকেতন, মেদিনীপুর
ফেলুদা
প্রবাহনীল
দাস
দেওয়াল
ঘেঁষে অ্যাকোয়ারিয়াম,
যামিনী রায় চিত্র,
জটিল কেসের
সমাধাতে
নেই কোনো
তার জুড়ি,
মাঞ্জা
ছাড়াই অপরাধীর
ফেলতে কেটে
ঘুড়ি
ভালোই পারেন
গোয়েন্দা শ্রী প্রদোষ চন্দ্র মিত্র৷
।। ২ ।। ছবি - সমৃদ্ধি মুখার্জি
বয়স ৬, ক্লাস ওয়ান, স্কুল - সেন্ট জোসেফ'স কনভেন্ট, চন্দননগর
----------
ম্যাজিক ল্যাম্প
No comments:
Post a Comment