ছড়া-কবিতা:: গুপ্তধনের সন্ধানে - অরিন্দম ঘোষ


গুপ্তধনের সন্ধানে
অরিন্দম ঘোষ

মায়ের দাদুর দাদুর নাকি কয়েক ঘড়া মোহর ছিল,
জমিদারি হয়তো গেছে, বড়োলোকির বহর ছিল।
পেরিয়ে গেছে শতেক বছর, মোহর ঘড়া হারিয়ে গেছে
হয়তো আছে লুকিয়ে রাখা কোথাও বা এই মাটির নিচে,
হয়তো থামের মধ্যে গাঁথা, হয়তো ভাঙা মন্দিরেতে,
পিকলু, বুবাই হাজির এবার গুপ্তধনের সন্ধানেতে।
গ্ৰীষ্মছুটির মধ্যে এখন মামার বাড়ি মায়ের সাথে,
করতে হবেই রহস্যভেদ, পেতেই হবে মোহর হাতে।
কোদাল দিয়ে খুঁড়ছে মাটি, ঘুমের মাঝে স্বপ্ন দেখে
মন্দিরের ঐ বেদির নিচে, জঙ্গলেতে রয়েছে ঢেকে।
ঘুমটা ভেঙেই পিকলু ডাকে, “খোঁজ পেয়েছি ওঠ রে বুবাই!
একটু পরেই লুকিয়ে মাকে জঙ্গলেতে হাজির দু’ভাই।
অনেক খুঁজেও মন্দিরেতে গুপ্তধনের নেই কিছুটি,
হাপুস কাঁদে পিকলু-বুবাই, সর্ব গায়ে জল বিছুটি।
মস্ত বাদুড় মাথার ওপর ঝুলছে ওদের ঘাবড়ে দিতে,
গুপ্তধনের ভাঙল আশা, করল তাড়া মৌমাছিতে।
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment