ছড়া-কবিতা:: কোলাজ - সৌমী গুপ্ত


কোলাজ
সৌমী গুপ্ত

শিরশিরে হাওয়া আর পাতাঝরা দিন
জবুথবু শীতে, ফুলে পাহাড় রঙীন
খরবেগে তিরতিরে বয়ে চলে তিস্তা
পাহাড়ের কোলে এঁকেবেঁকে ধরে রাস্তা

পাইন বনের মাঝে কুয়াশার চাদরে
শিশিরে মেখেছে পাতা টুপটাপ আদরে
ওইখানে আছে কিছু লাল রডোডেনড্রন
টুকটুকে কনে বউ, দেখে ভরে যায় মন

যেদিকে দুচোখ যায় শুধু মাথা পাহাড়ের
কোনোটা বরফে ঢাকা, কোনোটা বা সবুজের
ওই দূরে রবিমামা উঁকি মারে যেখানে
কাঞ্চনজঙ্ঘা লুকিয়ে যে সেখানে

একমুঠো সোনা রং ঠিক যেন গায়েতে
নিমেষে মিশিয়ে দিল বরফের চূড়াতে
আহা কী আনন্দ! চোখ যায় জুড়িয়ে
প্রকৃতি নিজেকে যেন দিয়েছে বিকিয়ে।।
----------
ফোটো - তাপস মৌলিক
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment