ছড়া-কবিতা:: ভাদু কবি - জয়ন্ত মুখোপাধ্যায়


ভাদু কবি
জয়ন্ত মুখোপাধ্যায়

সরলতা চোখে মুখে
এমনিতে ভালো ছেলে ভাদু
অকারণে তবু তাকে
পাড়ায় সকলে বলে, ‘হাঁদু’!

অঙ্কে যদিও কাঁচা
তবুও সে ক্লাসে পাশ করে
সবাই প্রথম হলে
থাকবে কে আর অনাদরে!

খাতা পেন নিয়ে শুধু
পংক্তি সাজাতে চায় ভাদু
এটুকু বুঝতে পারে
ছন্দেতে আছে কোনো জাদু।

বৃথা হয় হয়রানি
অক্ষরে ভরে যায় পাতা
দিন যায়, রাত আসে
তবু কেন হয় না কবিতা!

দোকানে, বাজারে গেলে
ভাবুক ভাদুর মাথা ঘোরে
সরষে আনতে গিয়ে
জিরে গুঁড়ো কিনে ব্যাগে ভরে।

মন নেই কোনো কাজে
ভুল করে ভাদু অকারণে
বাড়িতে, বাইরে তাকে
বকাঝকা করে জনে জনে।

দিনেতে স্বপ্ন দেখে
খাওয়া ঘুম সব কিছু ভুলে
মনেতে প্রশ্ন তার,
‘কবি গড়া হয় কোন স্কুলে?

শেষে হয়ে বৈরাগী
মুছে দেয় বাবার পদবি
কবিতা নিছক ব্যাধি
আজ তার নাম - ভাদু কবি।
----------
ছবি - আন্তর্জাল
ম্যাজিক ল্যাম্প 

No comments:

Post a Comment