মুখোমুখি (ভিডিও) :: এপ্রিল ২০১৭ :: শ্রী অনীশ দেবের সাক্ষাৎকার

মুখোমুখি (ভিডিও)

ম্যাজিক ল্যাম্প পত্রিকার তরফ থেকে এবার ফের আমরা মুখোমুখি হয়েছিলাম বাংলা সাহিত্যের, বিশেষ করে কল্পবিজ্ঞান সাহিত্যের, বর্তমান সময়ের একজন দিকপাল সাহিত্যিক ও সম্পাদকের। তিনি আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রী অনীশ দেব।

এর আগেও আমরা শ্রী অনীশ দেবের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, তবে সেটি অসম্পূর্ণ ছিল। আগের অর্থাৎ সাক্ষাৎকারের সেই প্রথম পর্বটি দেখা যাবে এই পাতায়

নিচের ভিডিও-তে ক্লিক করলে দেখা যাবে এবারের অর্থাৎ দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার।
সাক্ষাৎকার নিয়েছেন শ্রী সৌম্যকান্তি দত্ত

(১)
মুখোমুখি শ্রী অনীশ দেব

_____

No comments:

Post a Comment