ময়ূরপঙ্খী
মধুমিতা
ভট্টাচার্য
ও ভগবান আমায় একটা নৌকো এনে দাও না
তাতেই চড়ে পাড়ি দেব আকাশনীল সমুদ্দুর
রংবাহারি পাল খাটালেই হাওয়ার তানাবানা
ঢেউয়ের দোলে যাব ভেসে চোখ যেতে চায় যদ্দুর।
ঝিনুক, শামুক, সাগরফেনা, তারামাছের দঙ্গল
দেখলে কাছে ডাকব তাদের হেসে হাতছানিতে
মাছের ঝাঁকে পাতব আড়ি গল্প শোনার ঢেউ-ছল
মুক্তোমণি আনব তুলে ডুবে নীল পানিতে।
হে ভগবান দাও
তো আমায় দাঁড়টানা এক নৌকো
ভাসব হাওয়ায়
পূব পশ্চিম উত্তর আর দক্ষিণ
দেখব নতুন
ধানের ক্ষেতে সবুজ আলোর চৌকো
চোখের পলক
উড়নদোলা সাতরঙা এক পক্ষী।
ঝিলিক ঝিলিক
ঢেউগুলোকে জাল ফেলে রোজ ধরে
ছড়িয়ে দেব
বালির বুকে অভ্র যত চিকচিক
ছইয়ের ভেতর
রাত-বিরেতের জমাটি আঁধারে
জোনাক ডানায়
চাঁদের গুঁড়ো মাখিয়ে দিলেই ঝিকমিক।
ময়ূরপঙ্খী
নৌকা পেলে বন্ধু হবে সে যে
পেখম মেলে
নাচবে ঝুমুর মেঘ বাদলের জলসায়
আকাশ ছুঁয়ে আমরা দু’জন ভীষণ যাব ভিজে
নদীর পারে যখন সবুজ শ্যাওলায় রোদ
ঝলসায়।
_____
অলঙ্করণঃ সুজাতা চ্যাটার্জী
সুজাতাকে অনেক ধন্যবাদ এত সুন্দর অলংকরণের জন্যে।
ReplyDeleteApnar bhalo legeche jene khub bhalo laglo :)
ReplyDeleteKhub sundor laglo....
ReplyDeleteSunrita maity