মগজাস্ত্র:: এপ্রিল ২০১৭


মগজাস্ত্র :: কুইজ
অনন্যা দাশ ও সহেলী চট্টোপাধ্যায়

মগজাস্ত্র ১

প্রশ্নঃ
১। ‘বাড়ি থেকে পালিয়ে’ বইটির লেখক কে?
২। অরণ্যদেব চরিত্রের স্রষ্টা কে?
৩। ক্যাপ্টেন হ্যাডকের পুরো নাম কী?
৪। টারজান কার সৃষ্টি?
৫। কোন গল্পে ‘ক্যাপ্টেন হুক’ নামে এক জলদস্যুর কথা আছে?
৬। ইন্দ্রনাথ চরিত্রটি কার সৃষ্টি?
৭। কমিকস চরিত্র সুপারম্যানের জন্মদিন কবে?
৮। প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা গ্রহান্তরের একটি চরিত্র। কোন গ্রহের?
৯। ‘কালো টিয়ার দ্বীপে’ কার রচনা?
১০। দিঘা সৈকতে আতঙ্ক, গিরিগুহার গুপ্তধন, অমরকণ্টক রহস্য, হিন্দোল সর্দারের কেল্লা, সোনার গণপতি হীরের চোখ প্রভৃতি অ্যাডভেঞ্চার উপন্যাসের লেখক কে?
১১। দেশে-বিদেশে কার লেখা?
১২। স্পাইডারম্যান কোথায় পড়াশোনা করেছেন?
১৩। পটলডাঙার চারটি ছেলের কাহিনি নিয়ে বিখ্যাত গল্প অ্যাডভেঞ্চার লিখেছেন কে?
১৪। নজরুল তাঁর ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতাটি কার অনুরোধে লেখেন?
১৫। লালমোহনবাবুর কী রঙের গাড়ি ছিল? ড্রাইভারের নাম কী ছিল?

উত্তরঃ
১। শিবরাম চক্রবর্তী
২। লি ফক
৩। ক্যাপ্টেন আর্চিবল্ড হ্যাডক।
৪। এডগার রাইস বারোজ।
৫। জেমস ব্যারির লেখা পিটার প্যান।
৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৭। ২৯ ফেব্রুয়ারি।
৮। মঙ্গল গ্রহের (ঘনাদার দাবী অনুযায়ী)।
৯। হিমাদ্রিকিশোর দাশগুপ্ত।
১০। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
১১। সৈয়দ মুজতবা আলি।
১২। এম্পায়ার স্টেট ইউনিভার্সিটি।
১৩। নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা, প্যালা, ক্যাবলা এবং হাবুল।
১৪। নেতাজী সুভাষচন্দ্র বসু।
১৫। সবুজ রঙের অ্যামবাসাডার। হরিপদ।

মগজাস্ত্র ২

_____

No comments:

Post a Comment