বায়োস্কোপ:: সিনেমা: মোয়ানা - আলোচনা: দ্বৈতা গোস্বামী


সিনেমাঃ মোয়ানা
আলোচনাঃ দ্বৈতা গোস্বামী

দুরন্ত অভিযান সংখ্যায় ডিজনির যে অসাধারণ ছায়াছবিটির কথা না বললেই নয়, তা হল ‘মোয়ানা’। এই ছবিটি মুক্তি পায় গত বছর (২০১৬) পরিচালনায় রন ক্লিমেন্টস এবং জন মাস্কার ঘন্টা ৪৭ মিনিটের ছবিটি শুরু থেকে শেষ অবধি মজাদার গানে ভরপুর আর তেমনই মন মাতানো সংলাপ ছবির প্রধান চরিত্র মোয়ানা ওয়াইকিকি সে পলিনেশিয়ান একটি উপজাতির প্রধানের মেয়ে মোয়ানা একরত্তি মেয়ে হলেও ছোটবেলা থেকে স্বপ্ন দেখে দুরন্ত অভিযানের ছোট্ট দ্বীপের মধ্যে তার মন টেঁকে না অপার অতল নীল সমুদ্র তাকে ছোটবেলা থেকেই হাতছানি দেয় সমুদ্র মোয়ানার খুব কাছের বন্ধু

ইতিমধ্যে ওই দ্বীপে খাদ্যশস্য গাছপালার রোগ দেখা দেয় আহারের সংস্থান না হলে দ্বীপের কেউই বেঁচে থাকতে পারবে না এই আকস্মিক ক্ষয়ক্ষতির জন্য দায়ী কোনও অশুভ শক্তি এই ক্ষয়ক্ষতির হাত থেকে দ্বীপকে রক্ষা করতে পারে দেবতা ‘মাউই’... কিন্তু মাউই তার শক্তি হারিয়েছে তে ফিতি-র (প্রকৃতির দেবী) একটি ছোট্ট হৃদয় পাথর চুরির অপরাধে দেবী তে ফিতি-র ভয়ঙ্কর রোষের ফল ভোগ করছে সমস্ত দ্বীপের অধিবাসীরা তে ফিতি রূপান্তরিত হয়েছেন টেকা নামের এক ভয়ঙ্কর বিধ্বংসী লাভায়


সমুদ্র তার জলস্রোতে বয়ে আনে সেই ম্যাজিক পাথর, যা কিনা তে ফিতি-র হৃদয়, এবং মোয়ানাকে দেয় মাউইকে খুঁজে আনার দায়িত্ব কিন্তু জেদী একগুঁয়ে নাক উঁচু মাউইকে রাজি করানো মোয়ানার পক্ষে সত্যিই অসম্ভব মাউই চরিত্রটিও খুব মজার, তার সারা গায়ে আঁকা জীবন্ত উল্কি সে তাদের সঙ্গে সারাক্ষণ কথা বলে তারা তাকে সৎ পরামর্শ দেয় মাউই আর মোয়ানার বিস্ময়কর সামুদ্রিক অভিযানই এই ছবির মূল বিষয় এবং তাদের ঝগড়া বন্ধুত্বর মিষ্টি সম্পর্কও খুব উপভোগ করবেন দর্শকেরা তাহলে আর দেরি কেন? এই ছবিটি না দেখে থাকলে দেখে নাও গরমের ছুটিতে ছোটরা এবং বড়রাও খুব মজা পাবে ডিজনির Animation-এর মান বরাবরের মতোই ভালো, সঙ্গে গানগুলিও খুব উপভোগ্য।


Best animated feature best original song “how far I’ll go”-এর জন্য এই ছবিটি academy award nomination পায়

_____

No comments:

Post a Comment