ম্যাজিক পেন্সিলঃ প্রিয় অভিযাত্রী চরিত্র

ম্যাজিক পেন্সিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের বিষয় ছিলঃ তোমার প্রিয় অভিযাত্রী চরিত্র

ছোট্ট বন্ধুরা, তোমরা কে কী পাঠিয়েছ দেখি –

(১)

প্রথম ছবি আদ্রিজার আঁকা -


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ

নামঃ আদ্রিজা দাশ
বিদ্যালয়ঃ মঙ্গলম বিদ্যানিকেতন
শ্রেণিঃ তৃতীয়
শখঃ ছবি আঁকা, গল্পের বই পড়া, ভ্রমণ, সাইক্লিং আর দারুণ সব খাবারদাবার।

(২)

এরপর অয়ঙ্ক পাঠিয়েছে তার আঁকা ছবি 'চাঁদে টিনটিন'। অয়ঙ্ক লিখেছে -
'বড়ো হয়ে আমিও টিনটিনের মতোই মহাকাশে যেতে চাই; চাঁদে বা অন্য কোনও গ্রহে অভিযান করতে চাই।'


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ

নামঃ অয়ঙ্ক ভৌমিক
বয়সঃ ৮ বছর ৩ মাস
স্কুলঃ নবনালন্দা; শ্রেণিঃ চতুর্থ
শখঃ ছবি আঁকা, গান গাওয়া আর গল্প শোনা।

(৩)

তারপর লাবণী এঁকে পাঠিয়েছে তার দুই প্রিয় অ্যাডভেঞ্চার চরিত্রের ছবি - ফেলুদা আর শার্লক হোমস।



অঙ্কন শিল্পীর পরিচিতিঃ

নামঃ লাবণী কুণ্ডু
বয়সঃ ১৫ বছর
দশম শ্রেণী, কল্যাণী স্প্রিংডেল হাই স্কুল
বাড়িঃ কাঁচরাপাড়া

(৪)

এরপর মাধুর্যর আঁকা সুপারহিরোর ছবি -


মাধুর্য মিত্র কোচবিহারের সেন্ট জেভিয়ার্স ইংলিশ স্কুলে ইউ কেজি-তে পড়ে।

(৫)

পরের ছবি প্রত্যকের আঁকা। ছবি দেখেই বোঝা যাচ্ছে তার প্রিয় অভিযাত্রী চরিত্র চাঁদের পাহাড়ের শঙ্কর।


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ

নামঃ প্রত্যক চক্রবর্তী
বয়সঃ ৯ বছর
শ্রেণীঃ তৃতীয়; স্কুলঃ ওয়েলকিন ন্যাশনাল স্কুল
শখঃ ছবি আঁকা আর কার্টুন দেখা

(৬)

পূবালী এঁকে পাঠিয়েছে প্রফেসর শঙ্কুর ছবি -


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ নামঃ পূবালি ঠাকুর, বয়সঃ ১৪, নবম শ্রেণী, মেথডিস্ট স্কুল

(৭)

রূপকথার প্রিয় অ্যাডভেঞ্চার চরিত্র ডোরেমন। ডোরেমন যখন তার বন্ধুদের সঙ্গে টাইম মেশিনে চেপে  জলদস্যুদের কাছে, আবার কখনও সমুদ্রের গভীরে এক নির্জন দ্বীপে, অথবা প্রাচীনকালের ডাইনোসরদের দেশে হাজির হয় কিংবা ভবিষ্যতের পৃথিবীতে, অজানা কোনও গ্রহে বা মিল্কি ওয়েতে চলে যায় নতুন নতুন গ্যাজেট নিয়ে আর সব জায়গাতেই নানান মজাদার কান্ডকারখানা ঘটায়, তখন রূপকথাও ওদের সঙ্গে হারিয়ে যায় ওদেরই জগতে।


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ

নামঃ রূপকথা মিত্র

বয়সঃ সাড়ে পাঁচ
ক্লাসঃ ইউ কে জি
স্কুলঃ জারমেলস অ্যাকাডেমি, শিলিগুড়ি
শখঃ গল্প শোনা, গল্পের বই পড়া এবং নিজে নিজে গল্প বলা

(৮)

সৃজিতের ছবির নাম 'Adventurous Hero: Man Vs Wild with Bear Grylls'


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ

নামঃ সৃজিত সরকার
বয়সঃ ৯ বছর ৫ মাস
শ্রেণীঃ চতুর্থ; স্কুলঃ ওয়েলকিন ন্যাশানাল স্কুল
শখঃ ক্যারাটে, নানারকম ক্র্যাফটের কাজ করা ও ছবি আঁকা

(৯)

সবশেষে ছোট্ট শুভায়ুর আঁকা ছবির থিম - Optimus Prime  is roaming around in Downtown


অঙ্কন শিল্পীর পরিচিতিঃ

নামঃ শুভায়ু ব্যানার্জী
প্রথম শ্রেণী
স্কুলঃ ফ্র্যাঙ্ক লাভ এলিমেন্টারি স্কুল, বোদেল, ওয়াশিংটন, ইউ এস এ
শখঃ লিগো, পড়া আর ছবি আঁকা
_____

2 comments:

  1. Khub valo laglo sab avijan er chobi. Sakol chotto bondhudeke janai onek avinandan aar valobasa!

    ReplyDelete
  2. bah bah..darun sab chobi...sobaike anek bhalobasa

    ReplyDelete