কতদিন ইচ্ছে হয়েছে বাড়ি থেকে পালিয়ে দূরপাল্লার ট্রেনের টিকিট কেটে নেমে পড়ি কোনও অজানা জায়গায়। সেখানকার বিচিত্র মানুষদের সঙ্গে আলাপ করি। তাদের একজন হয়ে কাটিয়ে যাই কিছু সময়। আবার চুপচাপ কাউকে না জানিয়ে সব ছেড়ে পাড়ি দিই নিরুদ্দেশে। ঠিক কবিগুরু রবীন্দ্রনাথের ‘অতিথি’ গল্পের তারাপদর মতো।
ম্যাজিক ল্যাম্পের এই সংখ্যায় থাকছে দুরন্ত অভিযানের গল্প। তাই বন্ধুদের বলছি, সিটবেল্ট বেঁধে নাও, টিকিট কেটে নাও, পাল তুলে দাও। এসে গেছে আমাদের দুরন্ত অভিযান সংখ্যা।
এই সংখ্যায় থাকছে মনমাতানো গল্প, অভিযানের ছড়া, প্রবন্ধ, আর একটি বিশেষ বিভাগ – ‘আমার ম্যাজিক অভিযান’ নামে, যেখানে আছে সত্যিকারের অভিযানের অভিজ্ঞতা। তাপস মৌলিকের কলমে অনবদ্য ‘টো টো কাহিনি’, পাঁচটি দুর্দান্ত কমিকস - তাপস মৌলিক, সুমিত রায়, সায়ন পাল, সপ্তর্ষি দে ও সম্বিতা দত্তের কলমে তুলিতে। ‘আমার ছোটোবেলা’ বিভাগে ছোটোবেলার অভিজ্ঞতা লিখেছেন শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। থাকছে অন্যান্য নিয়মিত বিভাগ এবং অবশ্যই ছোটোদের নিজস্ব আঁকিবুঁকির বিভাগ ‘ম্যাজিক পেন্সিল’। এবারের বিষয় ছিল ‘প্রিয় অভিযাত্রী চরিত্র’। সেখানে ছোটোরা এতো সুন্দর সুন্দর ছবি এঁকে পাঠিয়েছে যে বলার নয়।
বাংলা নববর্ষে একগুচ্ছ রঙিন উপহারের ডালি সাজিয়ে তোমাদের সামনে উপস্থিত তোমাদের ভালোবাসার বন্ধু ম্যাজিক ল্যাম্প। গরমের ছুটিটা হুল্লোড়ে কাটুক, মজায় কাটুক। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। খুব খুব ভালো থেকো বন্ধুরা।
ইতি জিনি
_____
ছবিঃ চিরঞ্জিত সামন্ত
ছবিঃ চিরঞ্জিত সামন্ত
No comments:
Post a Comment