ছড়া-কবিতা:: অজানা এক দ্বীপে - দ্বৈতা হাজরা গোস্বামী


অজানা এক দ্বীপে
দ্বৈতা হাজরা গোস্বামী

মাঝসমুদ্রে ভাসছে ডিঙি
মাছ ওঠেনি ছিপে,
হঠাৎ দেখি পৌঁছে গেছি
অজানা এক দ্বীপে
দ্বীপের মধ্যে কী যে ব্যাপার
গাছগুলো সব খাটো,
আবার দেখি রাঁধতে ডিনার
আনতে হবে কাঠ-

এমন সময় সামনে দেখি
বিশাল একটা ডিম,
তাতেই বসে তা দিচ্ছে
হাট্টিমা টিম টিম
আমায় দেখে কোঁ কোঁ করে
চেঁচিয়ে উঠল জোরে,
একটু হলেই প্রাণটা যেত
যায়নি কপাল জোরে


ছুটতে ছুটতে কী একটা জাল
জড়িয়ে গেল পাতে
আমায় দেখি করছে তাড়া
মস্ত মাকড়সাতে
গায়ের রংটা শ্যাওলা সবুজ
চোখদুটো তার আগুন,
দৈর্ঘ্যে প্রস্থে একটা বড়ো
ডাইনোসরের দ্বিগুণ।


ছুটতে ছুটতে হঠাৎ দেখি
গুটিকয়েক তাঁবু,
জ্বলছে মশাল চেঁচিয়ে বলি,
হেল্প কর না বাপু!
বেরিয়ে এল বেঁটে মানুষ
মাথায় তাদের পালক,
হাত পাগুলো ছোটো ছোটো
দেখতে যেন বালক

আমায় দেখে হুড়মুড়িয়ে
দৌড়ে এল কাছে,
হাত পা বেঁধে মস্ত কড়াই
বসিয়ে দিল আঁচে
চোখ নাচিয়ে বলল তারা
ডুম্বা ডুম্বা ডুম্বা,
ডিগবাজি দিয়ে মহানন্দে
নাচতে লাগল জুম্বা


কেঁদেকেটেও লাভ হল না
দোষটুকু বরাতের,
ডিনার খুঁজতে বেরিয়ে নিজেই
ডিনার হলাম তাদের
এমন সময় চমকে দেখি
স্বপ্ন দেখছি বাজে,
ছিপের সুতোয় টান দিয়েছে
প্রকান্ড এক মাছে
_____
অলঙ্করণঃ সপ্তর্ষি দে

4 comments:

  1. এতো সুন্দর ছন্দ ছড়া পড়েছি খুব কম। সমান তালে তুলির টানে প্যাকেজ হল সম।

    ReplyDelete
  2. আন্তরিক ধন্যবাদ। খুব ভালো লাগলো মতামত জেনে

    ReplyDelete
  3. puro ekta rupkothar maya jorano adventure. jemon chonder jadu temon chobir magic.

    ReplyDelete