ছড়া-কবিতা:: টাইম ট্রাভেল - রূপসা ব্যানার্জি


টাইম ট্রাভেল
রূপসা ব্যানার্জী

দুপুরবেলা ঘুম আসে না, তাই তো খেলাঘরে
দোদুল দোদুল দুলছি বসে, কাঠের ঘোড়ায় চড়ে
হঠাৎ দেখি ঘোড়ার চোখে জ্বলছে আলো কেমন
বলল আমায়, ঘুরতে যাবে, ভয় পেও না এমন
টাইম ট্রাভেল এই তো শুরু, কাঁপছো কেন? স্টেডি -
করছি শুরু কাউন্ট ডাউন এইবার গেট রেডি
দুলছে মেঝে, টেবিল-চেয়ার, বইছে প্রবল ঝড়;
সামনে থেকে হঠাৎ উধাও আমার খেলাঘর!
তীব্র আলোর ঝলকানিতে, চোখ গিয়েছে বুজে;
উপুড় হয়ে ঘোড়ার পিঠে রয়েছি মুখ গুঁজে
থামল যখন ঘোড়া, আমি দেখি তখন চেয়ে -
বিশাল ঘন জঙ্গল এক, চারদিকটা ছেয়ে!
প্রকান্ড সব গাছের মেলা, সূর্য গেছে ঢেকে,
নামছে আঁধার দিনের বেলা! অবাক আমি দেখে
হঠাৎ শুনি শব্দ কীসের আসছে ওরা কারা?
পায়ের চাপে জগৎ কাঁপে; কী মস্ত চেহারা!
বিরাট বিরাট লম্বা গলা, তার উপরে মাথা!
মগডালেতে মুখ দিয়ে সব চিবোয় গাছের পাতা
বলল ঘোড়া আমরা আছি জুরাসিকের কালে;
দেখছ যাদের, ব্র্যাকিওসোরাস বিজ্ঞানীরা বলে
বৃহত্তম ডাইনোসোরাস, কিন্তু শান্ত বড়;
ভয় পেও না, আড়াল থেকে এদের লক্ষ্য করো
পেটের পূজো শেষ করে সব যেই না গেল দূরে;
গাছের গুঁড়ির আড়াল থেকে বাইরে এলাম সরে
নিশ্চিন্তে দাঁড়িয়ে থেকে নিচ্ছি এবার শ্বাস,
হঠাৎ মন বলল বিপদ, দেখলাম চারপাশ -
পেছন ফিরে যেই চেয়েছি, পড়ল তখন চোখে;
বিরাট বড় হাঁ করে সে তাকিয়ে আমার দিকে!
কুমীরমুখো! মস্ত চোয়াল! তীক্ষ্ণ দাঁতের সারি!
বাপ রে! যে টিরানোসোরাস! এবার বুঝি মরি!
মাংসাশী সেই ডাইনোসোরাস সামনে এল তেড়ে -
লাফিয়ে উঠে ঘোড়ার পিঠে বসলাম আমি চড়ে
টগবগিয়ে ছুটছে ঘোড়া, সময়-সড়ক ধরে -
পারব কি আর ঘরের ছেলে ফিরতে নিজের ঘরে?
ঘোড়ার দৌড় থামার পর দেখি দুচোখ মেলে -
এই তো আমার নিজের ঘরে এলাম আমি চলে
মা দাঁড়িয়ে আমার কাছে, বলছে হেসে হেসে -
ছেলে আমার নেপোলিয়ান ঘুমোয় ঘোড়ায় বসে!
আসল কথা কেউ জানে না, ডায়েরি শুধু জানে -
দূর অতীতে গিয়েছিলাম সময় অভিযানে
টাইম ট্রাভেল করব আবার, মহাকালের পথে -

কাঠের ঘোড়ায় চড়ে এবার যাব ভবিষ্যতে।
_____
 অলঙ্করণঃ সুজাতা চ্যাটার্জী

10 comments:

  1. সুজাতা, আপনার অলঙ্করণ খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ।

    ReplyDelete
  2. Thank you. Apnar bhalo legeche jene khub anondo pelam.

    ReplyDelete
  3. দুর্দান্ত। পরিচিত অনেক ম্যাগাজিনে যে ছড়া পড়ি, তার থেকে এটা বহুগুন ভালো।

    ReplyDelete
  4. কবিতা টা যত ভালো, ছবিও ঠিক তেমন উপযুক্ত হয়েছে। রূপসা ও সুজাতা দুজনকেই অনেক বাহবা জানাই।

    ReplyDelete
  5. খুব ভাল লাগল, এবার ভবিষ্যতের অপেক্ষা । সহযোগী অঙ্কন চমৎকার ।

    ReplyDelete