লেখকঃ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
আলোচনাঃ
সুচরিতা দত্ত
ছোট্ট
বন্ধুরা কেমন আছ? নতুন বছরে নতুন ক্লাসে উঠে পড়াশুনার গাড়ি-ঘোড়ায় জিন লাগিয়ে টগবগিয়ে ছুটে
চলছ, তাই না? আচ্ছা, কেমন পড়ছ একটা পরীক্ষা হয়ে যাক। অ্যানাকোন্ডা সাপ কোথায় দেখা
যায় বল তো? অথবা মাংসাশী পিঁপড়ে? হ্যাঁ, ঠিক ধরেছ। বৃষ্টিবনে। আর সেই বৃষ্টিবন কোথায়
দেখা যায়? বাহ্, এটাও ঠিক। আমাদের নীলগ্রহ পৃথিবীর মাঝখান দিয়ে গেছে ‘Great
Circle’ অর্থাৎ, নিরক্ষরেখা। আর তার
আশেপাশেই দেখা মেলে সেই সুগভীর বৃষ্টিবনের। সেই বৃষ্টিবন এতটাই ভয়ানক যে দিনের বেলাতেই সূয্যিমামার
দেখা পাওয়া ভার! দুনিয়ার বিষাক্ত, খতরনাক সব জন্তু-জানোয়ার, সরীসৃপরা ওখানেই জমিয়ে তুলেছে ওদের আড্ডা।
এই রে! ভাবছ তো, ভূগোলের দিদিমণি আবার জ্ঞানের ঝাঁপি
উপুড় করে দিচ্ছে! না না, ব্যাপারটা মোটেই তা নয়।
ঢাক
গুড়গুড় ছেড়ে এবার আসল কথায় আসি। আজ তোমাদের দারুণ একটা অ্যাডভেঞ্চারের গল্প শোনাই।
তারপরই বুঝতে পারবে কেন বৃষ্টিবনের কথা বলছিলাম। ‘চাঁদের পাহাড়’-এর শঙ্করের কথা
নিশ্চয়ই জান? কার লেখা বল তো? একদম ঠিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ওনারই লেখা
আরেকটি অ্যাডভেঞ্চারের গল্প শোনাই আজ। এবারের অ্যাডভেঞ্চার মালয়, সুমাত্রা, বোর্নিওর
নিরক্ষীয় বৃষ্টিবনে। না, এবার আর শঙ্কর না। এ কাহিনির নায়ক সুশীল। ম্যাট্রিক পাশ
দিয়ে দিব্যি পায়ের উপর পা তুলে তার চলছিল। কিন্তু ঐ যে! যার রক্তে অ্যাডভেঞ্চারের
নেশা তাকে পায় কে! পরিচয় হল জামাতুল্লার সাথে। সুশীল আর তার খুড়তুতো ভাই সনৎ
বেরিয়ে পড়ল গভীর বনে লুকিয়ে থাকা পুরনো এক সভ্যতার ধনসম্পদের খোঁজে। ধনসম্পদের
চেয়েও সুপ্রাচীন ভারতীয় সভ্যতার ধ্বংসস্তূপ খুঁজে বার করে অজানাকে জানার আগ্রহই তাদের
প্রবল। আর তারপর? তারপর প্রতি পদে পদে মৃত্যুফাঁদ পেরিয়ে তারা কীভাবে সেখানে পৌঁছোয়,
শত শত বছরের লুকানো ধনসম্পত্তি খুঁজে পায় কি না তা আর বলব না। জানতে হলে পড়ে ফেল ‘হীরা
মানিক জ্বলে’। টান টান এ উপন্যাস পড়তে পড়তে গায়ের লোমকূপ যে খাড়া হয়ে যাবেই তা আর
বলার অপেক্ষা রাখে না। আর? আর সাথে ভাল করে চিনবে ‘পৃথিবীর ফুসফুস’ নিরক্ষীয়
বৃষ্টিবনকে। জানবে ভয়ানক এই অরণ্যের অলিগলিতে লুকিয়ে থাকা
অজস্র রহস্যকে। জানবে ভারতীয় হিন্দু রাজাদের বিস্মৃতপ্রায় এক অতীতকে, বিস্মৃতির
আড়ালে চাপা পড়ে যাওয়া এক ভারতীয় ঐতিহ্যকে। তাহলে আর দেরি কীসের? এক নিঃশ্বাসে চটপট
পড়ে ফেল শ্বাস রুদ্ধ করা অসাধারণ এই অ্যাডভেঞ্চারটি। মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর-সাহিত্য সমগ্র, বিভূতিভূষণ রচনাবলিতে পাবে এই
উপন্যাসটি। এছাড়াও আলাদাভাবে বই আকারেও প্রকাশিত হয়েছে অ্যাডভেঞ্চারটি।
_____
No comments:
Post a Comment