ছড়া-কবিতা:: ভুতো - সুজাতা চ্যাটার্জী


ভুতো
সুজাতা চ্যাটার্জী

ওপাড়ার ওই যে ভুতো,
সারাদিন খেলত শুত।
ছিল সে ভালোই সুখে,
চিরদিন হাস্যমুখে।

কী যে হল হঠাৎ করে!
ভুতো বলে উঠল জোরে,
“বড়ো কিছু করতে হবে,
সকলেই চিনবে তবে

“যাব আমি দূর-পাহাড়ে,
নয়তো সাগরপাড়ে।
দেখব জগৎটাকে,
থামাবে কে আমাকে?”

সকালে সবার আগে,
ভুতো তাই একলা জাগে।
সবারে অবাক করে,
তবে সে ফিরবে ঘরে।

এ হেন চিন্তা নিয়ে,
পা ফেলে গটমটিয়ে,
যেই না পাশের পাড়ায়,
ভুতো তার পা-টি বাড়ায় –

সে পাড়ার লালু–ভুলু,
ছোটু আর দস্যি কালু,
করল এমন তাড়া,
ভুতো ভয়ে ছাড়ল পাড়া

পেরলো পাঁচিল কত,
উঁচুনিচু রাস্তা যত।
পালিয়ে পায় না তো কূল,
সবদিক হচ্ছে যে ভুল

সারাটা দিনের পরে,
ভুতো শেষে ফিরল ঘরে
জুড়াল চক্ষুদুটি,
দেখে দুটি বাসি রুটি

ভুতো ভাবে এই তো ভালো,
ভাঙা ঘরে চাঁদের আলো।
জোরসে লেজটি নেড়ে,
ভুতো তাই ঘুমিয়ে পড়ে
_____
অলঙ্করণঃ সপ্তর্ষি চ্যাটার্জী

2 comments:

  1. খুব ভালো লাগলো। ভালো suspense ছিল।

    ReplyDelete
  2. Dhonyobad. Khub bhalo laglo jene :)

    ReplyDelete