মগজাস্ত্র:: জুলাই ২০১৬


মগজাস্ত্র
সহেলী চট্টোপাধ্যায় ও দ্বৈতা গোস্বামী

ম্যাজিক ল্যাম্পের বন্ধুদের জন্য এবার ভূত স্পেশাল মগজাস্ত্র। তোমাদের আমি ১০টা প্রশ্ন করব বিখ্যাত কিছু ভূতের গল্প নিয়ে দেখো তো চটপট উত্তর দিতে পারো কি না।

১। গুপি গাইন বাঘা বাইন গল্পে গুপির বাবার নাম কী ছিল?
২। রবীন্দ্রনাথ তাঁর বিখ্যাত ভূতের গল্প ‘মণিহারা’ লিখেছিলেন বিখ্যাত এক ব্যক্তির অনুরোধে। সেই ব্যক্তির নাম কী বলতে পারবে?
৩। কারিয়া পিরেত চরিত্রটি আমরা কোন লেখকের কোন গল্পে পাই?
৪। মণিলাল গঙ্গোপাধ্যায় এর ‘কঙ্কালের টঙ্কার’ গল্পে নায়ক মাধব চক্রবর্তী ভূতেদের হাত থেকে বাঁচার জন্য কী করেছিল?
৫। সত্যজিৎ রায়ের ‘ব্রাউন সাহেবের বাড়ি’ গল্পে সাইমন নামে এক ভূতের সাথে আমাদের পরিচয় হয়। সাইমন আসলে কী ছিল?
৬। লুল্লু ভূতের কথা আমরা কোন লেখকের রচনায় পাই?
৭। ড্রাকুলার দেশ কোথায়?
৮। তারাশঙ্কর বন্দোপাধ্যায় সৃষ্ট সেই বিখ্যাত ভূতের নাম কর।
৯। ‘তারানাথ তান্ত্রিক’ কার সৃষ্টি?
১০। রদিন্দু বন্দোপাধ্যায়-এর বেশির ভাগ ভূতের গল্পের কথক একজন খ্যাতনামা চরিত্র। তার নাম কী?

এবার দেখে নিই উত্তরগুলো।
১। কানু কাইন।
২। কোচবিহারের মহারাণী সুনীতী দেবীর অনুরোধে।
৩। রাজশেখর বসুর লেখা ‘ভূশণ্ডীর মাঠে’।
৪। কবিতা লিখেছিল।
৫। বেড়াল।
৬। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
৭। ট্রান্সেলভেনিয়া।
৮। রামাই ভূত।
৯। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
১০। বরদা।

চলো এবারে একটা অভিনব ক্যুইজের খেলা খেলি - অনলাইন ভৌতিক ক্যুইজ। আমরা সবাই কিনা কমবেশি ভূত, কেউ রাতে হয়ে যাই রক্তচোষা ড্রাকুলা, কেউ বা ব্রহ্মদত্যি হয়ে বেলগাছে আস্তানা গাড়ি - তা তুমি কোন ভূত? চটপট নিচের লিংকে ক্লিক করো, প্রশ্নগুলোর উত্তর দাও আর দেখে নাও তুমি কোন ভূত।

__________

No comments:

Post a Comment