ছড়া-কবিতা:: ভূতুড়ে দুপুর - সঙ্গীতা দাশগুপ্ত রায়

দুই ছড়া
সঙ্গীতা দাশগুপ্ত রায়

ভূতুড়ে দুপুর ১

জস্টির দুপুরেতে শুনশান মাঠে
কোনাকুনি কেউ যেন রণপায়ে হাঁটে!
দূর থেকে দেখে শুনে রায় দেয় মামা
লোক নয়! দ্যাখ, শুধু ডোরাকাটা জামা!
জামা শুধু হেঁটে যায়! মানুষটা নেই?
ভয়ে ভয়ে এই কথা মনে এল যেই
পাশে দেখি আরে এ কি! কোথা গেল মামা!
ছমছমে রোদে দোলে দেহ ছাড়া জামা...


ভূতুড়ে দুপুর ২

হাততালি আর হাতখালি, তারা পিঠোপিঠি দুই ভাই ছিল
মাঠে ঘাটে খেলে দুই ভাই মিলে তালপুকুরেতে নাইছিল
খুনখুনে বুড়ি হাতে নিয়ে মুড়ি
তালফুলুরিতে ভরে তার ঝুড়ি
ঘাটের কিনারে একলাটি বসে ইটুস বিটুস চা'ইছিল...
হাততালি বলে "ওগো বুড়ি মাসি
তালফুলুরিতো বড় ভালোবাসি
দেবে নাকি দুটো? খাব দুই ভায়ে"
বুড়ি বলে "তবে চলো মোর গাঁয়ে
সেথা দেব সব থালা ভরে ভরে সাজিয়ে..."
হাতখালি বলে, "বুড়িকে দেখে নি বাজিয়ে"
শুনে তড়িঘড়ি উঠে পরে বুড়ি
দৌড়ে পালায় ফেলে তার ঝুড়ি
হাতখালি বলে "ওরে দাদা দ্যাখ তাকিয়ে !"
বুড়ির পা নেই! ভেসে যায় ডানা ঝাঁকিয়ে...
_________
ছবিঃ সপ্তর্ষি চ্যাটার্জি

1 comment: