ভূত সংবাদ
সপ্তর্ষি চ্যাটার্জী
রাতদুপুরে বনবাদাড়ে
হানাবাড়ি শ্মশান ধারে,
ঐ যে কারা আবছা মতন
জ্বলছে দুচোখ ধোঁয়ার গঠন,
খিলখিলিয়ে উঠলে হেসে
চমকে পিলে যাবেই ফেঁসে,
শাঁকচুন্নি মামদো পেঁচো
ব্রহ্মপিশাচ কিংবা মেছো
হরেক কিসিম ভূতপেরেতে
হচ্ছে জড়ো রাত বিরেতে,
বলছে কিসব আওয়াজ খোনা
স্পষ্ট তবু যাচ্ছে শোনা -
"কি বলব ভাই বিষম বিপদ
মানুষ গুলো বেজায় যে বদ!
সমস্ত রাত জ্বালিয়ে আলো
হাড় মাস সব জ্বালিয়ে খেল,
আই. টি অফিস রাতেও খোলা
ঘুম টুম সব শিকেয় তোলা,
অমাবস্যা, চাঁদ না উঠুক
ভয় ডর আর নেই এত টুক,
বাইক চড়ে দাপিয়ে বেড়ায়
আড্ডা মারে ভূতের ডেরায়,
দেখলে মোদের টিটকিরি দেয়
লজ্জায় হই আপনি বিদেয়,
চললে এমন, আমরা কাবার
ভূত জনপদ হবেই সাবাড়!"
ফ্যাঁচ ফ্যাঁচ ফ্যাঁচ কান্না জুড়ে
ভূত গুলো সব পালায় দূরে,
সদ্যই কাল মধ্যরাতে
'দৈনিক ভূত' পত্রিকাতে,
এসব খবর শুনতে পেলাম,
চুপি চুপি জানিয়ে গেলাম।
হানাবাড়ি শ্মশান ধারে,
ঐ যে কারা আবছা মতন
জ্বলছে দুচোখ ধোঁয়ার গঠন,
খিলখিলিয়ে উঠলে হেসে
চমকে পিলে যাবেই ফেঁসে,
শাঁকচুন্নি মামদো পেঁচো
ব্রহ্মপিশাচ কিংবা মেছো
হরেক কিসিম ভূতপেরেতে
হচ্ছে জড়ো রাত বিরেতে,
বলছে কিসব আওয়াজ খোনা
স্পষ্ট তবু যাচ্ছে শোনা -
"কি বলব ভাই বিষম বিপদ
মানুষ গুলো বেজায় যে বদ!
সমস্ত রাত জ্বালিয়ে আলো
হাড় মাস সব জ্বালিয়ে খেল,
আই. টি অফিস রাতেও খোলা
ঘুম টুম সব শিকেয় তোলা,
অমাবস্যা, চাঁদ না উঠুক
ভয় ডর আর নেই এত টুক,
বাইক চড়ে দাপিয়ে বেড়ায়
আড্ডা মারে ভূতের ডেরায়,
দেখলে মোদের টিটকিরি দেয়
লজ্জায় হই আপনি বিদেয়,
চললে এমন, আমরা কাবার
ভূত জনপদ হবেই সাবাড়!"
ফ্যাঁচ ফ্যাঁচ ফ্যাঁচ কান্না জুড়ে
ভূত গুলো সব পালায় দূরে,
সদ্যই কাল মধ্যরাতে
'দৈনিক ভূত' পত্রিকাতে,
এসব খবর শুনতে পেলাম,
চুপি চুপি জানিয়ে গেলাম।
_______
ছবিঃ
লেখক
খুব মিষ্টি ভূত সংবাদ
ReplyDeleteBhishan Bhalo lageche
Deleteসুন্দর
ReplyDelete