ম্যাজিক পেন্সিল:: ছোটোদের আঁকা ভূত ও ভূতের বাড়ি

ম্যাজিক পেন্সিল
ছোটদের আঁকা ভূত ভূতের বাড়ি

ম্যাজিক ল্যাম্পের খুদে পাঠকদের কাছে ভূত কিম্বা ভূতের বাড়ির ছবি এঁকে পাঠানোর আর্জি জানানো হয়েছিল। দেখো তারা কী দারুণ দারুণ সব ছবি এঁকে পাঠিয়েছে!

।। ১ ।।

প্রথম ভূতের বাড়ির ছবি। সঙ্গে কিছু ভূতও আছে বৈকি। এঁকেছে কুশ। খুব মজা পেয়েছে আঁকতে।



কুশের কথা:
নামঃ কুশার্ক মুখোপাধ্যায়
বয়সঃ ৫ ১/২ (সাড়ে পাঁচ)
স্কুলঃ মন্টেসরি ইন্টারন্যাশনাল, ক্লাস: কিন্ডার (K)
হবিঃ লেগো ব্রিকস দিয়ে ডাইনোসর তৈরি করা, ডাইনোসর সম্পর্কে জানা, গল্প শোনা আর গল্পের বই পড়া।

কুশ
।। ২ ।।

এর পরের ভূতের বাড়ির ছবিটা এঁকেছে শ্রীদীপ্তা। ওরে বাবা রে! দেখেই তো ভয় লাগছে!


শ্রীদীপ্তার কথাঃ
নামঃ শ্রীদীপ্তা গঙ্গোপাধ্যায়, ডাকনামঃ মিঠি
বয়সঃ ৫ বছর
স্কুলঃ লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির
শখঃ ছবি আঁকা, মায়ের সাথে গানে গলা মেলানো

শ্রীদীপ্তা তার নিজের একটা ছবিও পাঠিয়েছে। এই যে নিচে –


।। ৩ ।।

এরপর ভয়ঙ্কর গা ছমছমে যে ভূতের বাড়িটা তার ছবিটা এঁকেছে মেঘনা। বাড়ির সামনে গাছের পেছনে যে ছোট্ট মিষ্টি ভূতটা দাঁড়িয়ে আমাদের হাত নাড়ছে – ওর নাম ভূতু – মেঘনা লিখেছে।


মেঘনার কথাঃ
নামঃ মেঘনা গাঙ্গুলি
বয়সঃ ১০
ক্লাসঃ ফাইভ, স্কুলঃ ডি পি এস, রুবি পার্ক

মেঘনা
________

8 comments:

  1. Khub Bhalo hoyeche ankagulo!!! Bhutgulo dekhe khuuub bhoy o pelam. Khub sundor bibhag hoyeche eta.

    ReplyDelete
  2. তোমরা তিনজনেই খুব, খুব, খুব সুন্দর সব ভূত ও ভূতের বাড়ির ছবি এঁকে পাঠিয়েছ। দেখে তো আমার এই বুড়ো বয়সেও গা ছমছম্ করছে। কুশ, শ্রীদীপ্তা ও মেঘনা, তোমরা খুব ভালো ছবি আঁকতে পার। তোমরা খুব বড় হও, আরও অনেক ছবি এঁকে আমাদের উপহার দাও, আমরা তোমাদের নতুন ছবি দেখার অপেক্ষায় থাকবো। ভালো থেকো।

    ReplyDelete
  3. চমৎকার আঁকাগুললি

    ReplyDelete
  4. তিনজনেরটাই দারুন।তবে শ্রীদীপ্তা অসাধারন। keep it up dear.আরো ভয় দেখাও।।
    ইতি
    কাকাই

    ReplyDelete
  5. Darun hoyechhe ei bibhagta!

    ReplyDelete
  6. জিনিয়াস এক একটা...

    ReplyDelete
  7. ম্যাজিক ল্যাম্প পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
    আপনাদের ভালোবাসাই আমাদের পাথেয়

    ReplyDelete