ছড়া-কবিতা:: ভূতের ফিস্টি - মধুমিতা ভট্টাচার্য


ভূতের ফিস্টি
মধুমিতা ভট্টাচার্য

শেওড়া বনের ভূতমহলে
আজকে হবে ফিস্টি,
বেহ্মদত্যি দাদু বসেন
করতে খাওয়ার লিস্টি

ফিস্টি মানে ভুতুইভাতি
আঁধার রাতের কারবার,
সত্যি বলছি হলফ করে
হয়না এসব বারবার।

হরেকরকম ভূতের আছে
হরেকরকম ফরমাশ,
সবার আর্জি রাখতে হবে
ফিস্টি হবে একমাস

শামুক দিয়ে কোরমা হবে
শালুক ফুলের চাটনী,
কোমর বেঁধে কুটনো কোটে
সুন্দরী শাঁকচুন্নী।

গুগলি গেঁড়ির কাবাব হবে
আম পচিয়ে আচার,
সন্ধে হতেই ফুরসত নেই
তাইতো মামদো চাচার।

পেত্নী রাণী মাংস রাঁধে
লঙ্কা বাটে আটশো,
খাবার সময় কম না পড়ে
ছাগল মোটে সাতশো

ছয় কুড়ি পাঁচ মাছ এনেছে
মেছোভূতের দঙ্গল
কালিয়া হোল কড়াই ভরে
গন্ধে ম’ ম’ জঙ্গল।

বেহ্মদত্যি আঁশ ছোঁবেনা
আসলো হাজার মিষ্টি
আঁধার হলেই উঠবে জমে
ভূত-পেত্নীর ফিস্টি।

রান্না হোল এবার তবে
শুরু খাওয়ার পালা
সারি সারি পাত পড়েছে
পদ্ম পাতার থালা।

রাত্রি জুড়ে চলল খাওয়া
হাপুস হুপুস শব্দ,
রাত পোহালেই কেউ কোথা নেই
ভূতেরা সব জব্দ।
______
ছবিঃ ত্রিপর্ণা মাইতি

8 comments:

  1. Chhobir jonye Triparna ke anek dhanyabad

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. khub bhalo laglo . jeno bhut dekhlam sochokhey !

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. আরে বাহ......

    ReplyDelete
  6. রাত বিরেতে
    বট গাছেতে
    ভূত বাছাদের
    মান বাঁচাতে
    গন্যি মান্যি
    জ্যেষ্ঠ ভূত
    বলছে হেঁকে
    সভা ডেকে
    ভূত সমাজের
    সমস্যা ঢের
    পায়না তারা
    নিরিবিলি
    মানুষ ছানা
    কিলিবিলি
    মানুষ সমাজ
    এগিয়ে আজ
    ভূত এর ভয়
    করেছে জয়
    চাই ফোবিয়া
    ভূত মিডিয়া
    নেটওয়ার্ক
    ভূতের খোরাক
    ফেইসবুক
    বানাতে হবে
    ভূত বুক
    ভূত ঘেঁগো
    ভেবে দেখো

    ReplyDelete