ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
আবার একটা নতুন বছর, নতুন দিন। “নতুন” কথাটার মধ্যেই একটা মজা আছে তাই না? সব কিছুই হয়তো সেই একই আছে, অথচ পালটে যায় দেখার চোখটা। দেখার চোখটাই হল সব থেকে বড়ো। তুমি বলবে সে কী? চোখ তো সক্কলের থাকে। কিন্তু না, আমি বলব চোখ থাকলেই সবাই সব কিছু দেখতে পায় না, বুঝতে পারে না। তোমরা যখন আমার মতো অনেএএএক বড়ো, মস্ত বড়ো হয়ে যাবে তখন এই কথাটা বুঝতে পারবে। কথার মধ্যেও অনেক ম্যাজিক আছে জানো তো? তোমার একটা কথা অনেকের মুখে হাসি ফোটাতে পারে, আবার দুঃখও দিতে পারে। তাই নতুন বছরে এস না আমরা নতুন ভাবে ভাবি। কী করে সুন্দর সুন্দর মন ভালো করে দেওয়া কথা বলব, সুন্দর সুন্দর কাজ করব যাতে আমাদের পরিবেশ, চারপাশটা ভালো থাকে। গাছপালা, জীবজন্তু, মানুষ, কাউকে আমরা কষ্ট দেব না। তবেই হবে আসল ম্যাজিক।
ওহ, এই বছরের স্পেশাল ম্যাজিক খবরটাই তো দেওয়া হল না। বুকফার্ম থেকে আসছে “সেরা ম্যাজিক ল্যাম্প” - ম্যাজিক ল্যাম্পের নির্বাচিত কিছু সেরা গল্প ও ছড়ার সংকলন। তোমরা সেটা বইমেলা থেকেও কিনতে পারো আবার অনলাইনে সংগ্রহ করতেও পারো। আমাদের কিন্তু মেইল করে বা আমাদের পেজ-এ জানাতে ভুলো না কেমন লাগল এই সংকলন।
ম্যাজিক ল্যাম্পের শীত সংখ্যায় তোমাদের জন্য রয়েছে ঝুরো ঝুরো বরফের মতো মজাদার ঝুড়ি ঝুড়ি গল্প আর ছড়া। ভৌতিক, রহস্য, মজার সব রকম গল্প একসঙ্গে মিলেমিশে আছে এবার। এই সংখ্যার সুন্দর মনমাতানো প্রচ্ছদ এঁকেছেন সোমঋতা চ্যাটার্জী, আর তুলি ধরেছেন পার্থ মুখার্জী, সুমিত রায়, সুজাতা চ্যাটার্জী, নচিকেতা মাহাত, মৈনাক দাশ,
সপ্তর্ষি চ্যাটার্জী, অনুষ্টুপ শেঠ প্রমুখ শিল্পীরা। ম্যাজিক ল্যাম্পের প্রুফ দেখে সাহায্য করেছেন রাজীব কুমার সাহা, সহেলী রায়, দেবশ্রী মুখার্জী। আর ম্যাজিক ল্যাম্পকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন তাপস মৌলিক।
আমাদের নিশ্চয়ই জানিও কোন কোন গল্প ছড়া তোমাদের কীরকম লাগল।
নতুন বছরের প্রাণভরা ভালোবাসা আর শুভেচ্ছা নিও।
ইতি জিনি
_____
ছবিঃ সোমঋতা চ্যাটার্জী
No comments:
Post a Comment