ছড়া-কবিতা:: রেনি ডে - লীনা রায় মল্লিক


রেনি ডে
লীনা রায় মল্লিক

মেঘ ডাকে গুরু গুরু,
ভয়ে বুক দুরু দুরু।

কী ভীষণ শব্দ,
শুনে আমি জব্দ।

যাব না তো ইশকুলে,
লুকোবো যে মা’র কোলে।

গাড়ি-কাকু ফিরে যাক,
খাতা বই তোলা থাক।

করব না কোনও কাজ,
“রেনি ডে” হোক আজ।
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment