পার্থ সিনহা
রাতের ট্রেনে কোথাও
আমি আর যাব
না কক্ষনো
যা ফ্যাসাদে পড়েছিলাম
সেবার গিয়ে
লখ্নো!
ট্রেনের টিকিট কেটেছিলাম
অনেক আগেভাগে
কিন্তু,
ট্রেনে চড়েই
মাথায় খুন
চেপে যায় রাগে!
আমার ‘সিটে’ বসে
দেখি আধবুড়ো এক
লোক
জড়িয়ে গায়ে শীতের
র্যাপার, বার করে
দুই চোখ!
কামরা জুড়ে স্বল্প
আলো, মধ্যিখানে আঁধার
হেসে বলি, ‘সিট’-টা আমার, উঠে পড়ুন, ব্রাদার!
মুখ না খুলে
লোকটা দেখি
টিকিট করে
বার
আলোর নিচে যেই
ধরেছি... দৃষ্টি পরিষ্কার!
টিকিট নিয়ে হয়নি
এমন কখনও প্রবলেম
দু’টো টিকিট হুবহু
এক, সিট নাম্বার
সেম!
আশেপাশের যাত্রী কিছু
কৌতূহলে দেখি
পরখ করে টিকিট
দুটো, আসল কোনটা
মেকি!
কী করি আর? লাগেজ নিয়ে
দাঁড়িয়ে থাকি
ঠায়
‘টিকিট চেকার’ আসবে
কখন, তার-ই প্রতীক্ষায়!
খানিক পরেই লোকটা
উঠে... দেখলাম
প্রত্যেকে
ঝড়ের বেগে নেমে
গেল চলন্ত ট্রেন
থেকে!
আসতে ‘চেকার’ জানাই
যা যা ঘটেছে
অদ্ভুত
বলল শুনে, ‘লোক’ ওটা
না, রেল-কামরার ভূত!
_____
ছবিঃ নচিকেতা মাহাত
ছবিঃ নচিকেতা মাহাত
What a nice poem
ReplyDelete