ছড়া-কবিতা:: দুঃখ ভোলার শীত - মৌসুমী চট্টোপাধ্যায় দাস


দুঃখ ভোলার শীত
মৌসুমী চট্টোপাধ্যায় দাস

শীত নামছে পাহাড় ঢালে,
শীত নামছে টিলায়,
শীত নামলে সমতলেও
বিকেলটা হুস্ মিলায়৷
শীত মাখছে কমলা মধু,
পশম পরশ আদর,
ভোরের রবি আলসেমিতে
জড়াচ্ছে হিমচাদর৷
বোল ফুটেছে মটর ফুলের,
ঝোল লুটেছে কপি,
খেজুর টঙে কলসি বাড়ায়
লোভের বেয়াদপি৷
সন্দেশেতে রঙ লেগেছে,
লালচে নলেন গুড়,
পায়েস পুলির সুবাস ভেসে
মহল্লা ভরপুর৷
জলসাতে আর বইমেলাতে
মেলাই মনে মন,
মরশুমি ফুল রূপে ভোলায়
দুঃখ অনটন৷
_____
ছবিঃ সোমঋতা চ্যাটার্জী

No comments:

Post a Comment