শেলী ভট্টাচার্য
জ্যাক আর জিল দিব্যি ওঠে
উঁচু পাহাড় বেয়ে,
আমিই শুধু কানমলা খাই
উঠলে পড়ে মইয়ে।
উঁচু পাহাড় বেয়ে,
আমিই শুধু কানমলা খাই
উঠলে পড়ে মইয়ে।
হাম্পটি ডাম্পটি খোশমেজাজে
পাঁচিল থেকে পড়ে,
আমার পিঠে ঢাক বেজে যায়
ঝুললে রেলিং ধরে।
পাঁচিল থেকে পড়ে,
আমার পিঠে ঢাক বেজে যায়
ঝুললে রেলিং ধরে।
জনি খেয়ে মিথ্যে বললে
বাবা তাকে বোঝায়,
আমি লুকিয়ে আচার খেলেই
মা ঠাকুমা চেঁচায়।
রাইমসগুলো প্র্যাকটিকালি
না করলে প্র্যাকটিস,
তোমরাই বলো আমার কি
নাম্বার হবে না মিস?
বাবা তাকে বোঝায়,
আমি লুকিয়ে আচার খেলেই
মা ঠাকুমা চেঁচায়।
রাইমসগুলো প্র্যাকটিকালি
না করলে প্র্যাকটিস,
তোমরাই বলো আমার কি
নাম্বার হবে না মিস?
_____
ছবিঃ নচিকেতা মাহাত
ছবিঃ নচিকেতা মাহাত
No comments:
Post a Comment