মগজাস্ত্র
অনন্যা
দাশ
সবে শেষ হল ২০১৯ কলকাতা
আন্তর্জাতিক বইমেলা, তাই এবারের মগজাস্ত্র বই নিয়ে। দেখো তো প্রশ্নগুলোর উত্তর
জানো কি না। না জানলে নিচে দেখে নাও...
প্রশ্ন
১. কাগজ কবে অবিষ্কার হয়?
২. কাগজ কে আবিষ্কার করেছিলেন?
৩. প্রথম কাগজ কী দিয়ে তৈরি
করা হয়েছিল?
৪. প্রথম প্রিন্টিং মেশিন কে
আবিষ্কার করেছিলেন?
৫. সব চেয়ে পুরোনো ছাপা বই
কোনটি?
৬. সব চেয়ে পুরোনো বই মেলা
কোনটি?
৭. কলকাতা বই মেলা কবে থেকে
শুরু হয়?
৮. কলকাতা বই মেলায় আনুমানিক
কত লোক হয়?
৯. বিশ্বের সব চেয়ে মোটা বই
কোনটি?
১০. বিশ্বের সব চেয়ে ছোট বই
কোনটি?
ইয়োহান গুটেনবার্গ |
গুটেনবার্গের প্রিন্টিং মেশিন |
উত্তর
১. ১০০ বি সি (খ্র্রিষ্টপূর্ব
১০০, চিন
দেশে)
২. কাই লুন
৩. প্রথমে ছেঁড়া কাপড় দিয়ে, পরে বাঁশ জাতীয়
গাছ দিয়ে
৪. ইয়োহান গুটেনবার্গ
৫. গুটেনবার্গ বাইবেল
গুটেনবার্গ বাইবেল |
৬. ফ্র্যাঙ্কফার্ট বইমেলা
(১৪৫৪)
৭. অনুষ্ঠানিক ভাবে ১৯৭৬-এ
৮. প্রায় কুড়ি লক্ষ
৯. হার্পার কলিন্স থেকে ছাপা আগাথা
ক্রিস্টির মিসেস মার্পল সিরিজ (৪০৩২ পাতা, ৮ কে জি)
১০. ‘টিনি টেড ফ্রম টার্নিপ টাউন’ ৭০ x ১০০
মাইক্রোমিটার
ময়দানের পুরোনো কলকাতা বইমেলা |
_____
ছবিঃ
আন্তর্জাল
No comments:
Post a Comment