ছড়া-কবিতা:: রেফারির কেরামতি - দেবব্রত দাশ


রেফারির কেরামতি
দেবব্রত দাশ

বিশ্বকাপের দুটো দলে
হচ্ছে দারুণ খেলা,
দেখতে হলে এসো ছুটে
এক্ষুনি এইবেলা

বল ধরছে যক্ষুনি কেউ
অমনি ঠ্যাঙে ঠ্যাঙ
বাধিয়ে দিয়ে আর একজনায়
ঝাড়ছে জবর ল্যাঙ

রক্ষে তবু, রেফরি-ভায়া
ভীষণ রকম কড়া
লেটেস্ট যত নিয়মকানুন
তাঁর তো সবই পড়া

হলুদ ছেড়ে লাল কার্ড তাই
বাড়িয়ে ধরেন তিনি,
জীবন নিয়ে কক্ষনো নয়
এমন ছিনিমিনি!

শেষ বাঁশিটা বাজতে যখন
বাকি মিনিট চার,
তখন কেবল রইল টিকে
দুজন গোলকিপার!
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment