ছড়া-কবিতা:: শীতের দিন - শ্যামাচরণ কর্মকার

শীতের দিন
শ্যামাচরণ কর্মকার

শীত ফিরেছে দেশে
শিরশিরিনি ছড়ায় গায়ে
হিমেল বাতাস এসে
পড়ছে ঝরে হিম
পাতায়-ঘাসে মুক্তো হাসে
শীত পেড়ে যায় ডিম
মুচকি হাসে শিশির
হলুদ পাতার খসখসানি
শব্দ ফিসির ফিসির
সবুজ সবুজ মাঠ
পালং-কপি-বেগুন-মুলোয়
সাজানো তল্লাট
ভাসছে শীতের সুর
হিম-কুয়াশায় রোদ খুঁজে যায়
নিকট এবং দূর
গোলাপ-গাঁদার ঢল
সরষেখেতে গুন গুন সুর
মৌমাছি চঞ্চল
খুব মিঠে দিনগুলি
ভুরভুরিয়ে গন্ধ বিলোয়
পায়েস-পিঠেপুলি
বড়োদিনের সুর
মন উদাসী যীশুর হাসি
খুশির সমুদ্দুর
যেই আসে শীতবেলা
মন ফুরফুর, যাই ছুটে দূর
পাই খুঁজে বইমেলা
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment