ছড়া-কবিতা:: দুষ্টু ছবি - সুজাতা চ্যাটার্জী


দুষ্টু ছবি
সুজাতা চ্যাটার্জী

ইচ্ছে হল, আঁকব ছবি, আঁকলাম এক বাঁদর,
ঠাণ্ডা বলে, যত্ন করে, পরিয়ে দিলাম চাদর
হঠাৎ দেখি খাতার পাতায়, নড়ছে বাঁদরভায়া,
বললে আমায়, “গাছ চাই ভাই, সঙ্গে গাছের ছায়া
“আচ্ছা” বলে, একখানা গাছ যেই এঁকেছি পাশে,
বাঁদর বলে, “উঠব গাছে, বসব না আর ঘাসে
“আচ্ছা” বলে, দিলাম মুছে, যত্ন করে কত -
গাছের ডালে দিলাম এঁকে, তারই ইচ্ছে মতো
গাছের ডালে লেজ ঝুলিয়ে, বাঁদর এবার বলে,
একটুখানি কলা ছাড়া, কেমন করে চলে?
অল্প হেসে, “আচ্ছা” বলি, রাগ করি না তাতে -
চার-পাঁচটা পাকা কলা, দিলাম এঁকে হাতে
বাঁদর বলে, “লাগছে গরম, চাদরখানা নাও,
কথামতন, রবার এনে, সরিয়ে দিলাম তাও
বাঁদর এবার বললে, “আমার তেষ্টা পায় যদি,
গাছের নিচে একটা বরং এঁকেই দাও নদী
এবার আমার রাগ হয়ে যায়, চুপটি তবু থাকি,
গাছের নিচে ছোট্টমতন, একটা নদী আঁকি
এবার বাঁদর, নাড়িয়ে মাথা, আমায় ডেকে বলে,
“একটুখানি নাবিয়ে দেবে, হাতটি ধোব জলে
নতুন করে জলের পাশে, যেই এঁকেছি সবে,
বাঁদর বলে, “লেজটি আমার, একটু মোটা হবে
এই না শুনে, এবার আমার এমন হল রাগ,
পাতার ওপর হিজিবিজি, দিলাম টেনে দাগ
তারপরেতে কাগজখানা, নিলাম ছিঁড়ে টেনে,
বল পাকিয়ে, দিলাম ফেলে, ডাস্টবিনটা এনে
কাল সকালে ময়লাওয়ালা আনবে যখন গাড়ি,
নিরুদ্দেশে বাঁদরভায়া, তখন দেবে পাড়ি
_____
ছবিঃ নচিকেতা মাহাত

2 comments:

  1. খুব ভালো হয়েছে। বেশ করেছো, অতো বেশি বায়না করলে এমনটাই করা উচিত। কিন্তু, একটু একটু মন কেমন করছে, একেবারে ফেলে দেবে? কুড়িয়ে আনা যায়না?

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete