ছড়া-কবিতা:: কী যে তুমি করো না! - জয়দীপ চক্রবর্তী


কী যে তুমি করো না!
জয়দীপ চক্রবর্তী

পড়ার টেবিলে বসে জানালার ও পাশে
তাকালেই তাকে দেখি দরদর ঘামছে
কটা চুল, বোঁচা নাক, চামড়াটা ফ্যাকাসে
সূর্যের আলো বেয়ে তরতর নামছে।

ন্যাড়া মাথা, খাড়া কান, ঠিক জানি এলিয়েন
কত দূর গ্রহে বাড়ি, কত কোটি মিলিয়েন
পাড়ি দিয়ে আসছে সে, কে জানে কী ফন্দি
এই বুঝি জাল ফেলে আমাদের বন্দি
করে নিয়ে চলে যাবে কোন দূর আকাশে
কে জানে সে কোন গ্রহ! সোজা নাকি বাঁকা সে...

এই সাত পাঁচ ভেবে আঁক কষে খাতাতে
বোঝার চেষ্টা করি কোন শাক পাতাতে
ভরা আছে জোরদার শক্তি ও পুষ্টি
যার ফলে লোহা হয় ন্যালব্যালে মুষ্টি
যে মুঠির ঘুসি খেলে ভুলে সব ফান্ডা
উঠোনে ভিরমি খেয়ে এলিয়েনও ঠান্ডা

অংকের সমাধান সবে যেই মুঠোতে
কী জানি কী ঢুকে গেল দু’কানের ফুটোতে
ঘুম থেকে তড়িঘড়ি উঠে পড়ে লাফিয়ে
দেখি ছোটোকাকু হাসে ঘরবাড়ি কাঁপিয়ে,
বিরক্ত হয়ে বলি, ‘কী যে তুমি করো না
এক্ষুনি হাওয়া হত দেশজোড়া করোনা...
এলিয়েনটাকে ঠিক পকিয়ে ও পাকিয়ে
নিতামই সারাটা দেশে ভ্যাকসিন মাখিয়ে।’
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment