ম্যাজিক পেনসিলঃ লকডাউনের কড়চা

ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
লকডাউনের ভিডিও

এই করোনা ভাইরাস মহামারিতে লকডাউনের সময় সবাই তো ঘরবন্দি। তা, আমাদের মনে হল, দেখি তো কী করছে ম্যাজিক ল্যাম্পের ঘরবন্দি খুদে পড়ুয়ারা? জিজ্ঞেস করা হল তাদের। তাতে তারা কে কী করছে তার ভিডিও তুলে পাঠিয়ে দিল আমাদের। আমরাও সেই সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলাম, যাতে সব্বাই দেখতে পায়। একসঙ্গে সেরকম বারোটি ভিডিও দেখা যাবে নিচের লিংকগুলোয় ক্লিক করলে...

(১)
 এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাস ফোরের পড়ুয়া সমৃদ্ধি ব্যানার্জী ওরফে মুন্নু ছাদের ওপর হাওয়া খেতে খেতে গাইছে 'আহা কী আনন্দ আকাশে বাতাসে'

(২)
অর্কপ্রভ নন্দী, ক্লাস ১০, সেন্ট স্টিফেন'স স্কুল

এই ভিডিওতে দেখা যাচ্ছে ক্লাস টেনের পড়ুয়া অর্কপ্রভ নন্দীকে, সে কী বলছে শোনো তোমরা।


(৩)

ওপরের লিঙ্কে ক্লিক করলে যে ভিডিও দেখতে পাবে তাতে দেখা যাচ্ছে ছোট্ট মেয়ে আত্মজা ঘোষ আমাদের 'পুরানো সেই দিনের কথা' গেয়ে শোনাচ্ছে আর সবাইকে বলছে, 'একদম বাইরে বেরোবে না, বেরোলে পুলিশে ধরে নেবে।'

(৪)

এই ভিডিওতে দেখ ক্লাস ফাইভের পূর্বিতা চ্যাটার্জী আমাদের কী দারুণ গল্প বলছে আর নিজের তৈরি সুন্দর সুন্দর ক্রাফট দেখাচ্ছে।

(৫)
রাজন্যা ব্যানার্জি, ক্লাস ফোর, গসপেল হোল স্কুল

এই ভিডিওতে ক্লাস ফোরের রাজন্যা ব্যানার্জি আমাদের কী সুন্দর বিহুর গান শুনিয়েছে দেখ।

(৬)

এই ভিডিওতে ছোট্ট শুভ্রজা আমাদের দেখাচ্ছে কী সুন্দর হাতের কাজ করেছে সে, কী দারুণ দারুণ সব ছবি এঁকেছে, ছবিতে রঙও করেছে।

(৭)
মাধুর্য মিত্র, ক্লাস ফোর

ক্লাস ফোরের পড়ুয়া ছোট্ট মাধুর্য আমাদের একটা দারুণ মজার কবিতা আবৃত্তি করে শুনিয়েছে, চটপট দেখে ফেল সবাই।

(৮)
রূপকথা, ক্লাস ফোর, দিল্লি পাবলিক স্কুল, শিলিগুড়ি

এই ভিডিওতে রূপকথা আমাদের কী সুন্দর একটা গান শুনিয়েছে দেখ।

(৯)

এই ভিডিওতে পাঁচ বছরের ছোট্ট কেয়ান 'ধনধান্যপুষ্প ভরা' গানটা গেয়ে শুনিয়েছে আমাদের, চটপট দেখে ফেল সবাই।

(১০)
প্রত্যক চক্রবর্তী

নিচের ভিডিওতে দেখ লকডাউনের মধ্যেও প্রত্যক কী সাংঘাতিক ব্যস্ত, কত কিছু করছে... ঘরের কাজ, পড়াশুনো, আঁকাআঁকি, ব্যায়াম, ইনডোর ক্রিকেট... বাব্বাঃ! দম ফেলার ফুরসত নেই।

(১১)
সমৃদ্ধি ঘোষ, ক্লাস ফোর, কে টি পি পি জুনিয়র হাই স্কুল, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর

ক্লাস ফোরের সমৃদ্ধি ঘোষ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কী সুন্দর নেচেছে দেখ। নাচ ছাড়াও আরও কত কী করছে সে... সে সবও বলেছে।

(১২)
ছোট্ট নাচিয়ে দৃশিতা বন্দ্যোপাধ্যায় থাকে দমদমে, সে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নেচে তার ভিডিও পাঠিয়েছে আমাদের। ওপরের লিংকে ক্লিক করে দেখ কী দারুণ নেচেছে দৃশিতা...
_____

No comments:

Post a Comment