হাওয়াকল:: ফেয়ারি গার্ডেন - দ্বৈতা হাজরা গোস্বামী


হাওয়াকল ।। ফেয়ারি গার্ডেন
দ্বৈতা হাজরা গোস্বামী

এই লকডাউনের সময় বাড়িতে বসে ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে ফেলো সুন্দর দেখতে রূপকথার বাড়ি।
কী করে তৈরি করবে ‘ফেয়ারি গার্ডেন’ বা পরিদের বাড়ি? দেখে নাও নিচের ভিডিওতে।



এই ফেয়ারি গার্ডেন কোনো ঝুড়ি, গামলা বা ইচ্ছে করলে চায়ের কাপেও তৈরি করা যায়।
আগে মাটি দিয়ে পাত্রটি ভর্তি করে নাও। মাটি সমান করে নাও। একটু ঝুরঝুরে কালো মাটি হলে ভালো, বালিও  চলবে। এবারে ফেলে দেওয়া ছোটো ছোটো খাপ, বাক্স দিয়ে ছোট্ট ছোট্ট বাড়ি তৈরি করে নাও। বাড়িতে জানালা দরজা এঁকে বা রঙ করে নাও। ওই পাত্রে মাটির ওপর বাড়িগুলো বসিয়ে চারপাশে ছোটো ছোটো গাছ, গাছের ডাল বসিয়ে দাও সুন্দর করে। বাগানের জন্য আমি বোতলের ছিপি দিয়ে লেডিবাগ বানিয়েছি, তোমরা ইচ্ছে করলে পেস্তার খোলা ব্যবহার করতে পারো। কাগজ কেটে তৈরি করো বাগানে বসার চেয়ার, দোলনা, ছাতা। এ ব্যাপারে তুমি তোমার ইচ্ছেমতো বাগান সাজাতে পারো। টুথপিক কেটে আমি বাগানের গেট তৈরি করেছি। উজ্বল রঙ ব্যবহার করলে আরও সুন্দর দেখাবে। বাগান তৈরি হয়ে গেলে বসিয়ে দাও একটা ছোট্ট পরি পুতুল, ছোট্ট মাটির পাখি বা খরগোশ।
সন্ধেবেলায় টুনি দিয়ে সাজিয়ে দিতে পারো তোমার এই ছোট্ট বাগান। দেখবে ছোট্টো পরিরা উড়ে যেতে যেতে অবাক হয়ে নিশ্চয়ই তোমার বাগানে দু’দন্ড বসে চা, কফি, মিল্কশেক খেয়ে যাবে। আমি শুনেছি পরিরা নাকি তরমুজের শরবত খেতে ভালোবাসে। তার ব্যবস্থাও রাখতে পারো।

_____

No comments:

Post a Comment