ছড়া-কবিতা:: পরির মার্কেটিং - রোজ ফাইলম্যান; অনুবাদ - পল্লব বসু


পরির মার্কেটিং
রোজ ফাইলম্যান
অনুবাদ - পল্লব বসু

মিষ্টি পরি গিয়েছিল মার্কেটিং-,
নিয়ে এল ছোট্ট একটা মাছ কিনে,
রাখল তাকে ছোটো কাচের বাটিতে,
সোনার ডিশ রাখল তার নিচেতে
একটি ঘন্টা, বসে থাকে সে অবাক হয়ে,
দেখে মাছের রূপালি আলোর ঝিলিমিলি -
তারপরেই আলতো ছোঁয়ায় তাকে নিয়ে,
ভাসিয়ে নদীর জলে, দেখে জলকেলি
আবার পরি যায় কোন এক দোকানে,
একটা রঙিন পাখি সে আনে কিনে
উচ্চস্বরে পাখি গায় মিষ্টি গান,
এমন গানে ভরল পরির মন ও প্রাণ
অর্ধেক দিন সে, এমনই করেই গান শোনে -
রঙিন খাঁচার পাশে বসে এক মনে,
তারপরেই, খাঁচার দরজা দেয় খুলে -
উড়ল পাখি দূর আকাশে ডানা মেলে
পরি এবার আনল কিনে, নরম গাউন শীতের,
নরম সুতোর বুনন যে তার, কিনারা পাতলা ফিতের
সারা বিকেল, পরমানন্দে নাচল গাউন পরে,
গাউনখানা সে উপহার দিল ব্যাঙকে তারপরে -
রাতভর ব্যাঙ থাকবে গরম, গাউন গায়ের 'পরে
ছোট্ট একটা ইঁদুর কিনে আনল এবার পরি,
ছোট্ট ঘরে রাখল তাকে, ছোট্ট যে তার বাড়ি
সারাটা দিন ইঁদুর ছোটে, বাড়িটা মাথায় করে,
খেলার শেষে, আদর করে, তাকে দিল ছেড়ে

--------
মূল কবিতাঃ A Fairy Went A-Marketing - Rose Fyleman
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment