ম্যাজিক পেনসিলঃ ছোটোদের নিজস্ব বিভাগঃ ফেব্রুয়ারি ২০২১

ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ

এবারের ম্যাজিক পেনসিল বিভাগে লেখা কিংবা আঁকা পাঠিয়েছে তিনজন ছোট্ট বন্ধু। ঐশিক পাঠিয়েছে একটি দুর্দান্ত গল্প, সঙ্গে ছবিও এঁকে পাঠিয়েছে সে। ঐশিকের গল্পটা ইংরিজিতে লেখা, তাই সঙ্গে রয়েছে তার বাংলা অনুবাদ। এছাড়া আঁকা পাঠিয়েছে শুভ্রজা এবং অনৌস্কা। এসো পর পর দেখে নিই সব।

।। ১ ।। গল্প ও ছবি ।।

The Umbrella Adventure
Oishik (Nemo)
Age – 6; Wisconsin, USA.

Once upon a time there was a man named Mr. Charlie. He had black hair. But one day the Sun was so hot that his black hair was as hot as an oven! He screamed, “Oh Hot, Hot!!!”
It also rained, so his hair became wet as frog. Suddenly... HIS HAIR BECAME GREY!!! He got a cold and started sneezing like - “Achoo, Achoo!”
One day it was raining again. So he found a stick and a white cloth. He painted the white cloth with multiple colors and attached the multi-colored cloth to the stick he found. He made a rainbow umbrella.
One day the wind was so strong that Mr. Charlie and the umbrella flew up, up, up into the sky. He could see the green trees from up there. People called him Mr. flying charlie.
The end
********
  
ছাতার অভিযান
ঐশিক (নিমো), বয়স ৬; উইসকনসিন, ইউ এস এ
অনুবাদ: সুস্মিতা

অনেক অনেক দিন আগে একটা লোক ছিল। তার নাম ছিল মিস্টার চার্লি। মিস্টার চার্লির মাথাজোড়া কালো চুল। কিন্তু একদিন সূর্য এমন রোদ ছড়াল যে তার কালো চুল উনুনের আগুনের মতো গরম হয়ে উঠল। মিস্টার চার্লি চেঁচাতে লাগল, “কী গরম! কী গরম!
একটু পরেই আবার বৃষ্টি শুরু হল। মিস্টার চার্লি ভিজে একেবারে ব্যাঙের মত জল সপসপে হয়ে গেলেন। তারপর হঠাৎই মিস্টার চার্লির সব চুলগুলো ছাইরঙা হয়ে গেল। শুধু কি তাই! বেজায় ঠাণ্ডাও লাগল। মিস্টার চার্লি হাঁচতে শুরু করল - “হ্যাঁচ্চো! ফ্যাঁচ্চো!
তারপর একদিন আবার বৃষ্টি শুরু হল। মিস্টার চার্লি এইবার খুঁজেপেতে একটা লাঠি আর একটা সাদা কাপড় জোগাড় করল। সাদা কাপড়টার ওপর নানা রকমের রঙ দিয়ে আঁকল। তারপর রঙবেরঙা কাপড়টা আটকে দিল সেই খুঁজে আনা লাঠিটার সঙ্গে। ব্যস, রামধনু ছাতা তৈরি!
একদিন হঠাৎ ভীষণ জোরে বাতাস বইল। রামধনু ছাতাসহ মিস্টার চার্লি উড়ে গেল সেই হাওয়ার ধাক্কায়। অনেক অনেক উঁচুতে, ওই আকাশের বুকে।
নিচের সব সবুজ গাছপালা দেখা যাচ্ছিল আকাশের ওপর থেকে। লোকে তখন তাকে ডাকতে শুরু করল মিস্টার উড়ুক্কু চার্লি নামে।
(সমাপ্ত)
আঁকা: ঐশিক

।। ২ ।। ছবি ।।
শিল্পীঃ শুভ্রজা চ্যাটার্জী
বয়সঃ ৬ বছর
স্কুলঃ সেন্ট জেনেভিভ, ব্রাসেলস, বেলজিয়াম

।। ৩ ।। ছবি ।।
শিল্পীঃ এস অনৌস্কা
বয়সঃ ১১
ক্লাস ফাইভ, পডার ইন্টারন্যাশনাল স্কুল, মাইসোর
--------

No comments:

Post a Comment