ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন আছ সবাই? আমি জানি ম্যাজিক ল্যাম্পের বন্ধুরা শুধু বাংলা বা ভারতে নয়, বিশ্বের দূর দূরান্তের দেশে ছড়িয়ে। এই অতিমারিতে আমাদের সবার জীবন বদলে গেছে অনেকটাই। আমরা বাধ্য হয়েছি ঘরে থাকতে, কম মেলামেশা করতে।
তবে দেখো, এই আশঙ্কার মেঘ একদিন ঠিক কেটে যাবে। ঝলমলিয়ে রোদ উঠবেই। শুধু তোমরা এই সময় যে যেমন ভাবে পারো মানুষের পাশে থেকো। সাহায্যের হাত বাড়িয়ে দিও। বন্ধুদের নিয়ে ছোট্ট ছোট্ট দল তৈরি করে তোমরা কিন্তু ঘরে বসেই অনেক কাজ করতে পারো। আর এমন কোনো ভালো কাজ করলে ম্যাজিক ল্যাম্পকে জানাতে ভুলো না।
ম্যাজিক ল্যাম্প এবারে নিয়ে এসেছে দেশ-বিদেশের এক ঝুড়ি নানা স্বাদের গল্পের ডালি। কারণ এটা আমাদের বিশেষ অনুবাদ সংখ্যা। আগাথা ক্রিস্টি, আন্তন চেকভ, এইচ জি ওয়েলস, হেক্টর হিউ মুনরো, আর এল স্টাইন, জেকবস, উইলবার মনরো লিফ, ফ্রেডরিক ব্রাউন, অ্যালিস পেরিন, প্যাট্রিক লাফকাদিও হার্ন, ফ্লোরিডোর পেরেজ, রেনে গসিনি, পান্নালাল নানালাল প্যাটেল, এ এল শেলটন, গ্রাসিয়েলা মোন্তেস, শেরিডান লে ফন্যু, টেরি ডেয়ারি প্রভৃতি বিখ্যাত সাহিত্যিকদের গল্প তো আছেই, তার সঙ্গে থাকছে দ্বাত্রিংশৎ পুত্তলিকা থেকে সংস্কৃত গল্পের ভাষান্তর। এছাড়া থাকছে বিখ্যাত কবিদের ভাষান্তরিত কবিতা। আশা করি এই সংখ্যাটি তোমাদের ভালোবাসা পাবে। খুব ভালো থেকো। ভালো থাকার চেষ্টা কোরো বন্ধুরা,
আর অন্যকে ভালো রেখো।
ইতি,
জিনি
--------
ছবিঃ
আন্তর্জাল
No comments:
Post a Comment