সম্পাদকীয়:: জুলাই ২০১৮


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? বৃষ্টি ভিজলে? নাকি এখনও গরমে হাঁসফাঁস?
বৃষ্টি মানেই ঘরের মধ্যে জমাটি গল্পের আসর, আর সেই গল্প হতেই হবে গা ছমছমে অলৌকিক গল্প বৃষ্টি আর মেঘে ঢাকা অন্ধকার আকাশের সঙ্গে এর কোথাও একটা যোগ আছে
শুনশান রাস্তা, ভীষণ বৃষ্টি, রেনকোট গায়ে একটা লম্বা মতো লোক হাঁটতে হাঁটতে চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল, রাস্তায় পড়ে থাকল শুধু তার রেনকোটটা এরকম অনেক কিছুই ঘটতে পারে, বলা যায় না বিশ্বাস হোক বা না হোক, অলৌকিক কিছু ঘটনার সাক্ষী আমরা কম-বেশি সবাই হয়েছি
কিন্তু শুধু ঘটনা নয়, তোমাদের জন্য রয়েছে জমজমাট, রোমাঞ্চকর কিছু অলৌকিক গল্প যেগুলো পড়তেই হবে রাতে পড়লে অবশ্য মজা বেশি বিশেষ করে যারা এই শিরশিরে অদ্ভুত ভয় পেতে ভালোবাসো মাত্র একটা ক্লিকেই এই সময়ের সেরা গল্পের সম্ভার তোমাদের সামনে এনে হাজির করেছে তোমাদের প্রিয় ম্যাজিক ল্যাম্প

এই গল্পগুলো এডিট করতে সাহায্য করেছেন সহেলী চট্টোপাধ্যায়, সহেলী রায় এবং আরও অনেকে
গল্প ছাড়াও থাকছে মজার মজার ছড়া, ভ্রমণ, কমিকস, বিজ্ঞানের প্রবন্ধ
আর ম্যাজিক ল্যাম্পকে সাজিয়ে-গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক

ম্যাজিক ল্যাম্পের এই সংখ্যার জন্য সুন্দর সুন্দর অলঙ্করণ করেছেন শিল্পী সুমিত রায়, পার্থ মুখার্জী, সুজাতা চ্যাটার্জী, রুমেলা দাশ, মৈনাক দাশ, পুষ্পেন মণ্ডল, সপ্তর্ষি চ্যাটার্জী ও সুকান্ত মন্ডল
ম্যাজিক ল্যাম্পের এই বিশেষ অলৌকিক সংখ্যার প্রচ্ছদটি এঁকেছেন পার্থ মুখার্জী

তাহলে আর দেরি কেন? শুরু করে দাও পড়তে
ভালো থেকো। অনেক ভালোবাসা নিও আর ম্যাজিক ল্যাম্প তোমাদের কেমন লাগছে আমাদের ফেসবুক পেজ বা মেইল-এ জানাতে ভুলো না
ইতি,
জিনি
_____
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায়

No comments:

Post a Comment