ছড়া-কবিতা:: ছাদের ঘরে কে? - সপ্তর্ষি চ্যাটার্জী


ছাদের ঘরে কে?
সপ্তর্ষি চ্যাটার্জী

রাত দুপুরে ছাদের ঘরে হাসছে কে রে খিলখিলে
,
ঘুম উড়ে যায় শুনেই পচার, খাচ্ছে খাবি ঢোঁক গিলে,
চাঁদনি রাতে একলা ঘরে প্রাণটা বুঝি পটকাবে,
ঘামতে থাকে দরদরিয়ে এই বুঝি ঘাড় মটকাবে!
খটখটাখট হাঁটছে যেন খড়ম পায়ে কোন ভূতে,
ধড়ফড়িয়ে উঠছে বুকের মধ্যে মারণ যমদূতে!
শীতের রাতেও ঘামতে থাকে ভয়ের চোটে চুল খাড়া
ভাবছে পচা ভালোয় ভালোয় যাক না কেটে এই ফাঁড়া!
ছাদের ঘরে কেউ নেই আজ, জানাই আছে ঠিক তবে
শব্দ এসব হচ্ছে কীসের, স্বপ্ন নাকি বাস্তব এ!
আজকে পচা একলা ঘরে, সবাই গেছে বে’বাড়ি,
পেটখারাপও আজকে হল, দিন পেল না দুত্তেরি!
কষ্টে অনেক জমিয়ে সাহস উঠল পচা পা টিপে
যতই এগোয় সিঁড়ির দিকে ওমনি বুকে ঢিপঢিপে!
এবার যেন ছুঁড়ছে কারা কামান গোলা দুম ফটাস
মনকে নিজের বললে পচা, ‘আর না অঘটন ঘটাস!’
ছাদের ঘরে ঢুকেই পচার চক্ষু হল চড়কগাছ
অন্ধকারে চলছে দেখে ঘরের ভিতর আলোর নাচ,
কালার টিভি খোলাই ছিল ভুল করে, ইস যাচ্ছেতাই!
চারদিকেতে নিঝুম বলে রাতেই শোনা যাচ্ছে তাই
টিভির ভূতে ভয় পাওয়াবে এমনি পচা নয় ছেলে,
অফ করেনি যাবার আগে কোন সে যে বেয়াক্কেলে!
টিভির স্ক্রিনে হাসছিল এক মুশকো জোয়ান খরখরে
রাগের চোটে ক্ষুব্ধ পচা টিপল রিমোট খট করে।
এবারটি ফের যাচ্ছে শুতে আয়েশ করে যেমনি সে,
ওমনি আওয়াজ ধুপ করে কী পড়ল ছাদের কার্নিশে!
শুনেই পচার চোখ কপালে কপাট লাগে যে দন্তে
তোমরা গিয়ে দেখবে নাকি সরেজমিনে তদন্তে?
_____
ছবিঃ লেখক

1 comment:

  1. দারুণ অন্ত্যমিল । আবৃত্তি করলাম খাসা।

    ReplyDelete