ছড়া-কবিতা:: ভূতের দুষ্টুমি - পাপিয়া গাঙ্গুলি


ভূতের দুষ্টুমি
পাপিয়া গাঙ্গুলি

প্যাংলা মতো ভূতটা ছিল
মরা গাছের মগডালে
অন্ধকারে মিশকালো ভূত
মাখছিল তেল লাল চুলে।।
হাড় দেখানো লম্বা পা-টা
খেলছিল বেল গাছ ‎‎ঝুলে
সঙ্গে ছিল কালোয়াতি
খোনা গলায় সুর তুলে।।
এমন সময় বেচু বাবু
রাতবিরেতে পথ ভুলে,
যাচ্ছিল ঘর ঘুমের চোখে
রাম রাম নাম জপ করে।।
প্যাংলা মতন ফিচেল ভূতু
গোবর খানিক নেয় গুলে
কায়দা মতন তাক করে সে
বেচুর মাথায় দেয় ফেলে।।
ভয়ের চোটে কাঁপে বেচু
এবার বুঝি তাল বুঝে
মটকাবে ঘাড় প্যাংলা ভূতু
অন্ধকারে মুখ গুঁজে।।
এই না ভেবে বেচুবাবু
জ্ঞান হারিয়ে একবারে
মারল সটান একখানা দৌড়
থামল এসে খাল পারে।।
_____

No comments:

Post a Comment