রাতের
কাণ্ড
শ্যামাচরণ
কর্মকার
একা
বাংলোয় কাটাচ্ছি রাত সামনে টিভিটা খোলা
ঘটল
হঠাৎ কাণ্ড তো এক কখনও যাবে না ভোলা।
ঘড়ির
কাঁটায় বারোটা তখন এমন কি আর রাত
হঠাৎ
কে এসে বসে কাছ ঘেঁষে গায়েতে ঠেকল হাত।
আমি
তো অবাক ভাবছি তখন, ঘরে
তো আমিই একা
দরজা
বন্ধ, কেউ তো ঢোকেনি ভেবে খাই ভ্যাবাচ্যাকা।
পাশ
ফিরে দেখি এক কঙ্কাল টিভিটায় তার চোখ
কঙ্কাল
দেখে ভয়ে থতোমতো গিলে যাই দাদা ঢোঁক।
কঙ্কাল
বলে, ভয়
কিছু নেই আমি এ ঘরেই থাকি
কাউকে
পেলেই গল্প জমাই, টিভিটায়
চোখ রাখি।
গল্প
মানে সে আমার ঘটনা কীভাবে হয়েছি খুন
সেদিন
এমন রাত বারোটাই পঁচাশির বিশে জুন।
কথার
মাঝেই কথা-কাটাকাটি ধরল সে টিপে গলা
ছটফটানির
পরেই নিথর থেমে যায় কথা-বলা।
তারপর
থেকে এ-ঘরেই থাকি একা একা লাগে ‘বোর’
কেউ
এলে তাই গল্প শোনাই পাশে বসে রাতভোর।
শুনে
ভয়ে দাদা চোখমুখ সাদা ভূতের সঙ্গে থাকা?
কেউ
কোনোদিন থেকেছে এমন দাদু-জ্যাঠা-বাবা-কাকা?
কী
করা এখন? ভাবছি
যখন গলায় রাখল হাত
জানি
না কীভাবে বেঁচেছি সেদিন,
কীভাবে কেটেছে রাত।
_____
অসাধরণ চিন্তা ভাবনা,অনেক অনেক ধন্যবাদ 🌹🌹🌹
ReplyDelete