ভ্রমণ, কোথায়?
সুব্রত
দাস
তোল্
দেখি হাত,
আমার সাথে
ঘুরতে
কে কে যাবি,
দীঘা-পুরী, সিমলা-উটি
কিংবা
আবুধাবি?
পাহাড়
প্রিয় দার্জিলিঙে
চল্
না ঘুরে আসি,
নাকি
যাবি সবাই মিলে
গয়া
বা ধর, কাশী!
তুই
কী বলিস,
লে-লাদাখ?
থাকুক
খানা-খন্দ না,
স্বর্গদ্বারের
মিলবে দেখা
জায়গাটা
ভাই মন্দ-না!
এসব
ছাড়াও ঘুরতে যাওয়ার
জায়গা
আছে অন্য,
জলদাপাড়া, সুন্দরবন
মস্ত
অভয়ারণ্য!!
----------
ছবি - আন্তর্জাল
সবকটা বারবার ঘোরার জায়গা ,ভালো লাগলো ছড়া....সঞ্জয় বন্দোপাধ্যায়
ReplyDelete