ভ্রমণ:: চিহুলি - পরাবাস্তবের দুনিয়া - জয়তী রায়


চিহুলি - পরাবাস্তবের দুনিয়া
(chihuly Garden and glass)
জয়তী রায়


রূপকথার ভ্রমণ কাকে বলে? বাস্তব থেকে কিছুক্ষণের জন্য মন সরিয়ে দেওয়া রূপকথার গল্পের সঙ্গে পথ চলে প্রবেশ করি এমন এক মানস জগতে যার সঙ্গে মিল নেই বাস্তবের বাস্তব যেটুকু দেখায় তাতে তৃপ্ত হই না বলেই মনোজগতে সৃষ্টি করি কল্পনার সুন্দর ভুবন কিন্তু, এমন যদি হয়, কল্পনার সুন্দর ভুবন স্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে? ভুলে যেতে হয়, বাস্তব-পরাবাস্তবের ব্যবধান? সন্দেহে কুঁচকে যাবে কপাল মনে হবে, এমন কোথাও আছে না কি?
এত কথা বলতাম না, যদি সুযোগ না হত চিহুলি যাওয়ার ঢুকেই মনে হয়, কোথায় এলাম? এত রং এত সৌন্দর্য... অন্য কোনো পৃথিবীতে চলে এলাম? লাল সবুজ সাদা নীল হলুদ... পরতে পরতে রং ঢেউ খেলছে, কখনও নৌকার পালে, কখনও ফুলের থোকায়, কখনও পাখির গায়ে, আকাশের মেঘে, সবুজ ঘাসে, প্রজাপতির ডানায়, রামধনুর ঝিলমিল আলো, আবার ফল পুত্র পুষ্প শোভিত রাজকীয় উদ্যান... আহা! কি মায়া নগরী? এত অপরূপ সৌন্দর্য কোথা থেকে এল? ওগো! তুমি কোনো মায়াবী জাদুকর! ওগো! এমন স্বপ্ন নগরী তৈয়ারি করলে কোন জাদুকাঠি দিয়ে?
কোন অন্তরাল থেকে কে যেন বলে উঠল - স্বপ্ন নয় বাস্তব যা দেখছ সমস্ত সত্য, কিন্তু জীবন্ত নয়
- জীবন্ত নয়? এই ফুল পাখি গাছ... জীবন্ত নয়? বলছ কী? তিরতির করে কাঁপে যে প্রজাপতির পাখা, ওই তো ওই উঠল ফুটে ফুল... তবে?
- সব সত্যিই আছে তবে প্রাণহীন কাচের তৈরি যা দেখছ, যত কিছু দেখছ, সমস্ত কাচ দিয়ে নির্মাণ করা হয়েছে আর, কোনো জাদুকর নয় করেছে এক শিল্পী ডেল চিহুলি
কাচ কী দিয়ে তৈরি? বালি (কোয়ার্টজ) সোডিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি বহু কিছু মিশিয়ে কাচ তৈরি হয় প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী, মেসোপটেমিয়া, মিশর বা সিরিয়ায় কমপক্ষে ,৬০০ বছর পূর্বে কাচ তৈরি শুরু হয়েছিল কাচের তৈরি প্রচুর জিনিস আমরা ব্যবহার করি এমন নয় যে, কাচ আমাদের অপরিচিত চিহুলি কী এমন দেখাল যে আমরা ভুলে গেলাম ওইগুলি কাচ?

  

  


।। ডেল চিহুলি

স্বপ্নের জাদুকর। ছোটো থেকেই স্বপ্ন দেখত ছেলেটি কখনও প্রথাগত পড়াশুনো নিয়ে পড়ে থাকেনি। ধাতব নল দিয়ে ফুঁ দিয়ে গলে যাওয়া নরম কাচের ভিতর একটি বুদ্বুদ তৈরি করে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে কী করে ভাবা যায় না। মনে রাখতে হবে, কাচের গলা পদার্থ শুধুমাত্র সিলিকা বা বালি দিয়ে তৈরি। আগুন দিয়ে তাকে কঠিন করে তোলা হয়। ডেল হলেন তেমন একজন আবিষ্কারক যিনি জীবন কাটিয়ে দিয়েছেন কাচের ভিতর দিয়ে রঙিন দুনিয়া আবিষ্কারের জন্য।
Dale chihuly (1941) একেবারে সাধারণ ঘরের সন্তান, কিন্তু স্বপ্ন দেখতেন সীমাহীন। অসম্ভব এক লড়াইয়ের শেষে তিনি হয়ে দাঁড়ালেন একজন আন্তর্জাতিক মানের স্বীকৃত শিল্পী। যিনি 1960 এবং 1970 দশকে কাচের শিল্পে আলোড়ন তুলে দিয়েছিলেন। এই প্রসঙ্গে ভিয়েনার মুরানা আইল্যান্ডের কথা বলতেই হয়। যেখানে কাচের কারখানায় শতাব্দী প্রাচীন কৌশলগুলি ব্যবহার করা হয়। ডেল চিহুলি সেখানে গেলেন। নিজের শিক্ষাকে আরও অনেক উন্নত করে ফিরে আসেন। শেষ পর্যন্ত তাঁর নাম পৃথিবীর সেরা glass blower হিসেবে পরিগণিত হয়।
কাচের শিল্পী del যদি স্বপ্ন না দেখতেন তাহলে আমরা চিহুলি গার্ডেন দেখা থেকে বঞ্চিত হতাম। সিয়াটেল সেন্টারে (ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র) স্পেস নিডলের পাশে অবস্থিত এই রূপকথা রাজ্যে এবার প্রবেশ করি, চলুন

  

  



বাগান, গ্লাস হাউস, অভ্যন্তরীণ প্রদর্শনী, ডাইনিং সহ ক্যাফে, থিয়েটার নিয়ে অপূর্ব সুন্দর এই chihuly garden সিয়াটেল জায়গাটিতে বৃষ্টি যখন তখন হয় তাই, একটা ছাতা থাকলে ভালো কারণ, ভিতরে-বাইরে জুড়ে কাচের শিল্প বাইরে দেখতে গেলে খোলা আকাশের নিচেই থাকতে হবে টিকিটের দাম ভিতর-বাইরে দুটো প্রদর্শনীর জন্য একই তবে, দিনের চাইতে একটু সন্ধ্যার দিকে গেলে আরও ভালোআলো পড়ে ঝলমল করে ওঠে রঙিন কাচ লাইভ গ্লাস ডেমো আছে, এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে জানানো হয় কেমন করে এই নির্মাণ সম্ভব হল
যাই হোক, অবশেষে প্রবেশ করা গেল ভিতরে
ছাদ থেকে মেঝে পর্যন্ত কাচের তৈরি অন্য এক পৃথিবী আমাদের স্বাগত জানায় কয়েক ঘণ্টার জন্য ভুলে যেতে হবে আমরা আসলে ইট কাঠ পাথর দিয়ে তৈরি জগতের বাসিন্দা শব্দ দিয়ে বর্ণনা করা যাবে না আর যদি অন্ধকার হয়? মনে হবে, পরাবাস্তব কোনো জগতে ভুল করে ঢুকে পড়েছি 2012 সালে এটি নির্মিত45,000 বর্গ ফুট জায়গাটিতে ম্যাজিক ঘটেছে, চোখে না দেখলে লিখে বোঝানো সত্যিই মুশকিল রাতে, জ্বলন্ত কাচের নলগুলি মাটি থেকে বড়ো হতে হতে আকাশের দিকে পৌঁছে যায়
আমার চলে আসতে ইচ্ছে করছিল না কার ভালো লাগে রূপকথার জগৎ থেকে ফিরে আসতে? বিস্ময়ের ঘোর যেন আর কাটতে চায় না মনে হয়, এই রঙিন জগতে কোনো দুঃখ নেই হতাশা নেই মিথ্যা কথা বলা নেই প্রাণহীন কাচ বলে মনেই হল না প্রতিটি ঘরে আলাদা আলাদা কাজ, প্রতিটি কাজ যেন কিছু বলতে চাইছে তাদেরও যেন প্রাণ আছে কাচের মধ্যে প্রাণ সৃষ্টি করতে পেরেছেন বলেই ডেল চিহুলি আজ মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন
সিয়াটেল কেন, সারা পৃথিবীর কাছে আইকনিক কাজ এই কাচের রূপকথার জগৎ বিস্ময়ের সাক্ষী খুব কম হয়েছি জীবনে আজকে এর জন্য ধন্যবাদ জানাই del chihuly-কে

  

----------
ফোটো - লেখক

No comments:

Post a Comment