ছড়া-কবিতা:: ম্যাথ গ্রহ ভ্রমণ - অর্ণব ভট্টাচার্য্য


ম্যাথ গ্রহ ভ্রমণ
অর্ণব ভট্টাচার্য্য

কী বিপদ হয়েছিল শোনো মন দিয়ে,
সেইবারম্যাথগ্রহ ভ্রমণেতে গিয়ে
নেপচুন থেকে আরও দক্ষিণে গেলে,
বুঝে নিও, এই বুঝি ম্যাথ গ্রহ পেলে
তাড়াতাড়ি তক্ষুণি স্থান কাল ভুলে,
উড়ে যেও চটপট নাক কান মুলে
তবু যদি হুট করে ল্যান্ড করো তাতে,
পেনসিল রেখে দিও দুইখান হাতে
সে গ্রহের লোকজন শুনে নাও ওহে,
দিন রাত ঘুরে যায় গণিতের মোহে
যদি দেখে হাতে নেই পেন আর খাতা,
তিন দিন খেতে দেয় তেতো নিমপাতা
তারপরে আসনেতে যদি বলে, বসো” -
সাবধান, সুদ-কষা ঠিক করে কষো!
সেই গ্রহে লোকেদের বলা আছে ল-এ,
মোটে কাঁদা যাবে না তো অঙ্কের ভয়ে
চারদিকে চোখ গেলে দেখো আশেপাশে,
বাঁদরেতে ওঠে শুধু তেল মাখা বাঁশে
আমাকেও ধরে বেঁধে ক্লাসরুমে রেখে,
জ্যামিতি বুঝিয়েছিল ব্ল্যাকবোর্ডে এঁকে
চুপচুপি চলে আসি সেই গ্রহ ছেড়ে,
পাহাড়ের মাথা থেকে ইউএফও পেড়ে
শুধু সেই গ্রহ থেকে খান কয় লিচু,
কিনে আনি, খিদে পেলে, খেয়ে নেব কিছু!
আহা, সেই লিচুগুলো, খুব ভালো খেতে,
যদি চাও, তবে হবে ম্যাথ গ্রহ যেতে
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment