ছড়া-কবিতা:: মেঘটা - টুম্পা মিত্র সরকার


মেঘটা
টুম্পা মিত্র সরকার

একখানা মেঘ ঘুরে ঘুরে
নামল ঢাকা, ফরিদপুরে
ঘাসফড়িঙের রোদবিকেলের বেলা৷
মেঘের এমন দস্যিপনা
কারোর সাথে হয় তুলনা?
দিন-রাত্তির শুধুই খেলা খেলা৷
ঘুড়ির পিছন ছুটতে থাকে
হাওয়ার ডানায় স্বপ্ন আঁকে
এক নিমেষে যায় ছুটে কলকাতায়৷
খেলায় এমন আত্মহারা
ডাকলেও কেউ দেয় না সাড়া
ফুলপরিদের সঙ্গে সে মিল পাতায়৷
জোছনা আঁকা চাঁদের পাশে
মনকেমনের স্বপ্নে ভাসে
আকুল হয়ে নামায় জলের ধারা৷
পরক্ষণেই সবুজ ঘিরে
নব জীবন পায় সে ফিরে
খুব খুশিতে গুনতে বেরোয় তারা৷
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment