ছড়া-কবিতা:: সঙ্গে নেবে? - দ্বৈতা হাজরা গোস্বামী


সঙ্গে নেবে?
দ্বৈতা হাজরা গোস্বামী

যাচ্ছ কোথায়?

- একটু দূরে

দার্জিলিঙে আসব ঘুরে

- এই ঠান্ডায়? আরে রামো

যাচ্ছে দেখি গঙ্গারামও
সে তো বড়োই শীতকাতুরে

- বলব কী আর বেজায় কুঁড়ে

- উড়ে বামুন যাচ্ছে নাকি?

হাঁড়ি, কড়াই, বেলনা চাকি
হোটেল পাবে ডজন ডজন

- ওসব খেয়ে বাড়বে ওজন

- আর এ কী, ওই বালিশ কেন?

- ঘাড়ের ব্যারাম, কী নাম যেন!

- সঙ্গে ওটা?

- দুটিন মুড়ি

ভাত খাবে না পিস্ শাশুড়ি

- খেঁদি, পুঁটি, ভূতো কোথায়?

- ওই ওখানে গাড়ির মাথায়

- শুঁটকো মতো ওই ওটা কে?

- ভিক্ষে করে, একলা থাকে

- লেজ কাটা পুষ্যি কুকুর?

- পুষ্যি তো নয়, বন্ধু খুকুর

- কাঠবেড়ালি, ভালুক ছানা

- লক্ষ্মী ভীষণ, কামড়াবে না

- আচ্ছা তবে দেখছি ভেবে

আমিও যাব, সঙ্গে নেবে?
         ----------
      ছবি - আন্তর্জাল
           

2 comments:

  1. আমরা ও যাবো .....খুবই মজার ছড়া -সঞ্জয় বন্দোপাধ্যায়

    ReplyDelete
  2. আমিও যাবো, সঙ্গে নেবে? কি মজা। দারুণ ছড়া।

    ReplyDelete