ছড়া-কবিতা:: চলো যাই... - মধুমিতা ভট্টাচার্য


চলো যাই...
মধুমিতা ভট্টাচার্য

টমটম ঘোড়াগাড়ি, ঝমঝম রেল
ক্রিং ক্রিং দু-চাকায় চলে সাইকেল

চার চাকা বাস আর মোটরের গাড়ি,
আকাশে উড়োজাহাজ দেয় দেশ পাড়ি

নদীতে নৌকো ভাসে, জাহাজ সাগরে
গরুর গাড়িটি চলে মেঠো পথ ধরে

চলো তবে ঘুরে আসি পাহাড়ের দেশে
যেখানে মেঘের দল যায় ভেসে ভেসে

তার চেয়ে যাই চলো আরেকটু দূরে
ঢেউয়ের দোলায় চেপে সমুদ্দুরে

রঙিন মাছের সাথে সাঁতারের পরে
মুক্তো আনব তুলে দুই হাত ভ’রে

মরুভূমি যেতে পারি উটের সওয়ার
যে দেশ আগুনে রোদ গরম হাওয়ার

বালিয়াড়ি পার হয়ে উঁচুনিচু পথ
চারদিকে বালি আর বালির জগৎ

তবে যাই উড়ে উড়ে আকাশের নীলে
পাখিদের মতো পালকের ডানা মেলে

মেঘের এপার থেকে ওইপারে গিয়ে
বৃষ্টি আনব ডেকে জলঝারি নিয়ে

নানা দেশ ঘুরেফিরে রাত্তির হলে
ফিরব নিজের ঘরে মামণির কোলে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment