ছড়া-কবিতা:: বল দেখি - মৌসুমী চট্টোপাধ্যায় দাস


বল দেখি
মৌসুমী চট্টোপাধ্যায় দাস

বল দেখি কেন যাব বেড়াতে?

গেলে তবে চেনা যায় অচেনার রাজ্য,
জানা যায় কী কারণে কোন্ দেশ ভাজ্য।
কোন্ স্হানে কী কী ভাষা বোঝে, বলে লোকেরা,
কোথায় আরাম পায় কেজো গেজো চোখেরা,
অতীতের স্মৃতিকথা জানা যায় পাথরে,
কত শ্রম গাঁথা আছে সৌধের গা ভ’রে।
কেমন হাতের কাজে কোন্ দেশ দক্ষ,
সব যায় জানা শোনা, কর যদি লক্ষ।
নদীতে পাহাড়ে দ্বীপে সাগরের নীলেতে
সবুজের সামিয়ানা বকে গাঙচিলেতে
পশুদের স্বস্হানে ফুলেদের ভিটেতে
দেখে শুনে বেঁধে রাখো সব গিঁটে গিঁটেতে।
মনকে উদার করে, মাথা করে পোক্ত,
জানি জানি, ধরলই বেড়ানোর রোখ তো!

চল তবে, কাছে দূরে যেখানে সুযোগ পাই
একাই বা দল বেঁধে পা বাড়িয়ে, চল যাই।

বুঝলে তো, কেন যাবে বেড়াতে?
মনের গভীর ক্ষত এড়াতে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment