ছড়া-কবিতা:: পালকি আর রোদ্দুর - সঙ্গীতা আচার্য


পালকি আর রোদ্দুর
সঙ্গীতা আচার্য

রোদ ঝিলমিল নীল আকাশে
ছড়িয়ে দিয়ে সুর,
পাখির মতো মেলল ডানা
পালকি আর রোদ্দুর

মন ছুটেছে অনেক দূরের
সবুজ পাহাড়ে,
কিংবা যেথায় নদী মেশে
বিশাল সমুদ্দুরে

পথের ধারে চোখ জুড়ানো
চায়ের বাগিচা,
বুকে নিয়ে দাঁড়িয়ে আছে
নরম গালিচা

রোদ-বৃষ্টির লুকোচুরি
আকাশের মুখ ভার,
সবার মনেই ছুটির আমেজ
আজ যে রবিবার

মাঝে মধ্যে পড়ছে মনে
সঙ্গে নেইকো বোবো,
তিনটে মিলে যুদ্ধ হত
কাণ্ডখানা ভাবো!

ছুটছে গাড়ি এলোমেলো
কোন সে অচিনপুর,
বাবা-মা আর মাসি-মেসো,
পালকি আর রোদ্দুর

পথের শেষে পৌঁছে দেখে
তোর্ষা নদীর ধারা,
ডাক দিয়ে যায় আকাশ বাতাস
একটুখানি দাঁড়া!
----------
ছবি - আন্তর্জাল

1 comment:

  1. 'আউট অফ দ্য বক্স ' শিরোনাম আর সুন্দর গতিশীল ছড়া....সঞ্জয় বন্দোপাধ্যায়

    ReplyDelete