সান্তরিনি
সুজাতা চ্যাটার্জী
(গ্রিসের একটি অদ্ভুত সুন্দর দ্বীপ, সান্তরিনি।
সান্তরিনি বিখ্যাত তার নীল ছাদের সাদা বাড়ি ও সরু সরু পাহাড়ি রাস্তার জন্য। কিন্তু
পাহাড়ের মাথায় ওইরকম সাদা সাদা বাড়ি পর পর তৈরি হল কেন?)
সান্তরিনির শান্ত দ্বীপে,
ঘুরতে গেলেই বুঝবে,
গোলকধাঁধায় পথ হারিয়ে,
পথটি যখন খুঁজবে।
অনেকগুলো বছর আগে, জলের ডাকাত বাবু,
সান্তরিনি লুটতে এসে,
কেমন হতেন কাবু!
জলের ধারে নেই যে বাড়ি,
পাহাড় চূড়ায় ঘর,
নীল সাদা সব একই রকম,
রয়েছে যে পর পর।
দরজাগুলো ভিতর পানে, দেয়াল দিয়ে ঢাকা,
তারই মাঝে পথ গিয়েছে,
সরু এবং বাঁকা!
ডাকাত দলের জাহাজখানা,
যেই না ঠেকে পাড়ে,
পাহাড় চূড়ার ঘণ্টাখানা,
কে যেন গো নাড়ে!
সেই আওয়াজে সকল মানুষ,
ঘরের ভিতর ধায়,
দড়াম দড়াম দরজাগুলো,
বন্ধ হয়ে যায়।
দ্বীপের যারা বীর পালোয়ান, দাঁড়ায় গলির বাঁকে,
বৃদ্ধ এবং বাচ্চারা সব ঘরের ভিতর থাকে।
জলপাইয়ের ফুটন্ত তেল,
ভাঁড়ার ঘরের তাকে,
তাই দিয়ে সব মায়ে-ঝিয়েরা, কলসি ভরে রাখে।
দুষ্টু ডাকাত পাহাড় চূড়ায় উঠতে গিয়েই ক্লান্ত,
গলির বাঁকে বীর পালোয়ান,
হায় সে কি তা জানত?
গদাম করে একটি ঘুসি যেই খেয়েছে হায়,
ফুটন্ত তেল, জানলা দিয়ে, সেই পড়েছে গায়!
ডাকাতরা সব আর-কি থাকে? এক ছুটেতে তীরে,
জাহাজ চড়ে সেই যে পালায়,
আর দেখে না ফিরে!
সান্তরিনির শান্ত দ্বীপে,
সবাই থাকে ভালো,
সাদা বাড়ির নীল সে ছাদে,
সূয্যি মামার আলো।।
----------
ফোটো - লেখক
কী সুন্দর কবিতা আর তার বিষয়! খুব ভালো লাগলো।
ReplyDeleteThank you 😊💖
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete