সম্পাদকীয়:: আগস্ট ২০২২


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? গরমে হাঁসফাঁস নাকি বৃষ্টিতে জেরবার? প্রত্যেকটা ঋতুর নিজস্ব একটা মজা থাকে গ্রীষ্মকালে আম, লিচু বা আইসক্রিম খাওয়ার মজা, বর্ষাকালে বৃষ্টি ভেজা বা নৌকো ভাসানোর মজা
তোমরা এখনও কাগজের নৌকো ভাসাও তো নাকি? আমার কাছে বৃষ্টি পড়ার মানেই হল কাগজের নৌকো তৈরি করতেই হবে আর ছাতে জল জমলে তো খুব মজা ছপ ছপ হেঁটে লাফিয়ে কী আনন্দ!
তবে গ্রীষ্ম, বর্ষা, শীত যাই হোক না কেন মনটা বেশিদিন বাড়িতে থাকে না তাকে বেরিয়ে পড়তেই হবে পৃথিবী দেখতে পৃথিবী না দেখলে যে কূপমণ্ডুক মানে কুয়োর ব্যাঙ হয়ে যাবে তখন অন্ধকার কুয়োটাকেই পৃথিবী বলে মনে হবে তাই যে যতদূর পারো যখনই সুযোগ পাবে বেরিয়ে পড়বে এই পৃথিবীটা একটা বিরাট বই শুধু ইতিহাস, ভূগোলের পাতায় কি তাকে জানা যায়? যা পড়েছ, যখন দেখবে সে সব আশ্চর্য জিনিস সত্যিই আছে তখন দেখবে মনে কত আনন্দ হবে শুধু দূরে গেলেই যে ভ্রমণ হয় তা নয় হয়তো দেখবে তোমার পাড়া, তোমার নিজের শহরটার বা গ্রামের অনেক কিছুই তুমি জানো না অনেক ইতিহাস একটু খুঁজলেই তুমি পেয়ে যাবে পুরোনো মানুষদের মুখে মুখে কত যে গল্প ঘোরে
তা এত ঘোরাঘুরির গল্প কেন বলছি সেটা বলি আসলে এই সংখ্যাটা আমাদের ম্যাজিক ল্যাম্পের বিশেষ ভ্রমণ সংখ্যা কত যে কাছের, দূরের জায়গার গল্প রয়েছে এই সংখ্যায় তাহলে আর দেরি না করে পড়তে শুরু করে দাও এই সংখ্যাটির সুন্দর প্রচ্ছদ এঁকেছেন শিল্পী শুভশ্রী দাস আর সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক
সবাই ভালো থেকো ভালোবাসা নিও
ইতি,
জিনি
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment