ভ্রমণের সুখ
পারমিতা বন্দ্যোপাধ্যায়
ভ্রমণ নিয়ে দু-চার কথা বলব আমি আজ
ভ্রমণ শুনে সব ঘরেতেই রব ওঠে সাজ সাজ।
ভ্রমণ মানে যে বেড়ানো, সবাই সেটা জানে,
এক নিমেষেই মন চলে যায় কোন সুদূরের টানে।
অতীতে লোক করত ভ্রমণ, ছিল বড়োই কষ্ট,
পায়ে হেঁটেই যেতে হত, শরীর সময় নষ্ট।
শুরু হল রেলের চলা, সুগম হল পথ,
ভ্রমণলিপ্সু মানুষজনের স্বপ্নে বাজিমাত।
যানবাহনও বাড়ল অনেক, সহজ যাওয়া-আসা,
সময় ও শ্রম বাঁচল দুই-ই,পূরল মনের আশা।
জলপথে, স্থলপথে, আকাশপথেও ভাই,
যথা ইচ্ছা তথা গমন চিন্তা কিছুই নাই
পেটের খিদে মেটানোতে তাগিদ যেমন থাকে,
মনের খিদে মেটাতে তাই দেখব জগৎটাকে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment